বগুড়া প্রতিনিধি

চলমান তাপপ্রবাহে বগুড়ায় বোরো ধানের তেমন ক্ষতি না হলেও হুমকির মুখে পড়েছে গ্রীষ্মকালীন সবজিসহ বিভিন্ন ফল। সূর্যের তাপ বেশি হওয়ায় শুকিয়ে যাচ্ছে সবজি গাছ ও ফুল।
এদিকে কৃষি বিভাগ বলছে, ফসল রক্ষায় কৃষকদের সচেতন করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা।
বগুড়ার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও ধান পাকতে শুরু করেছে আবার কোথাও ধান গাছে ফুল এসেছে। আগামী এক সপ্তাহ পর থেকে বগুড়ার পশ্চিমাঞ্চলে ধান কাটা শুরু হবে। রোদের তাপে সবজি গাছের ফুল শুকিয়ে যাচ্ছে।
কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন, কৃষি বিভাগের পরামর্শে তারা জমিতে পর্যাপ্ত পানি রাখছেন। কৃষকের মতে সূর্যের তাপ বেশি হলে ধানের দানা ভালো হবে।
বগুড়া সদরের রাজাপুর গ্রামের কৃষক উজ্জ্বল কুমার মোদক বলেন, রোদের তাপে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, করলা গাছের ফুল শুকিয়ে যাচ্ছে এবং ফসল বাড়ছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে। আম, কাঁঠাল ও লিচুর গুটি শুকিয়ে ঝড়ে পড়ছে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, জমিতে ২-৩ ইঞ্চি পরিমাণ পানি রাখার পাশাপাশি বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ধান গাছে ফুল আসার সময় সূর্যের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে ধান গাছের গোড়া শুকিয়ে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য জমিতে পানি ধরে রাখতে হয়।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এক সপ্তাহ পর থেকে ধান কাটা শুরু হবে। এ জন্য ধানের তেমন ক্ষতি হবে না। তবে গ্রীষ্মকালীন সবজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা ছাড়াও মৌসুমি ফল আম, কাঁঠাল ও লিচু ক্ষতির মুখে পড়েছে। তাপ প্রবাহের কারণে স্প্রে মেশিন দিয়ে ফল গাছে পানি দেওয়ার পাশাপাশি গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে হবে।

চলমান তাপপ্রবাহে বগুড়ায় বোরো ধানের তেমন ক্ষতি না হলেও হুমকির মুখে পড়েছে গ্রীষ্মকালীন সবজিসহ বিভিন্ন ফল। সূর্যের তাপ বেশি হওয়ায় শুকিয়ে যাচ্ছে সবজি গাছ ও ফুল।
এদিকে কৃষি বিভাগ বলছে, ফসল রক্ষায় কৃষকদের সচেতন করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা।
বগুড়ার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও ধান পাকতে শুরু করেছে আবার কোথাও ধান গাছে ফুল এসেছে। আগামী এক সপ্তাহ পর থেকে বগুড়ার পশ্চিমাঞ্চলে ধান কাটা শুরু হবে। রোদের তাপে সবজি গাছের ফুল শুকিয়ে যাচ্ছে।
কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন, কৃষি বিভাগের পরামর্শে তারা জমিতে পর্যাপ্ত পানি রাখছেন। কৃষকের মতে সূর্যের তাপ বেশি হলে ধানের দানা ভালো হবে।
বগুড়া সদরের রাজাপুর গ্রামের কৃষক উজ্জ্বল কুমার মোদক বলেন, রোদের তাপে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, করলা গাছের ফুল শুকিয়ে যাচ্ছে এবং ফসল বাড়ছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে। আম, কাঁঠাল ও লিচুর গুটি শুকিয়ে ঝড়ে পড়ছে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, জমিতে ২-৩ ইঞ্চি পরিমাণ পানি রাখার পাশাপাশি বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ধান গাছে ফুল আসার সময় সূর্যের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে ধান গাছের গোড়া শুকিয়ে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য জমিতে পানি ধরে রাখতে হয়।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এক সপ্তাহ পর থেকে ধান কাটা শুরু হবে। এ জন্য ধানের তেমন ক্ষতি হবে না। তবে গ্রীষ্মকালীন সবজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা ছাড়াও মৌসুমি ফল আম, কাঁঠাল ও লিচু ক্ষতির মুখে পড়েছে। তাপ প্রবাহের কারণে স্প্রে মেশিন দিয়ে ফল গাছে পানি দেওয়ার পাশাপাশি গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে হবে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৮ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে