বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আদালত চত্বর থেকে তুলে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় এখনো মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ বাদীপক্ষের। এ দিকে ঘটনার পর থেকে পক্ষে-বিপক্ষে এলাকায় চলছে পোস্টারিং।
পুলিশ বলছে, হরতাল-অবরোধের কারণে বেশি ব্যস্ত রয়েছেন তারা। ইতিমধ্যে একজন গ্রেপ্তার করা হয়েছে। তার রিমান্ড আবেদন করা হয়েছে।
নিহত কিশোরের নাম—রোহান চৌধুরী (১৭)। সে পৌর এলাকার মানিকচক এলাকার বাসিন্দা কামাল চৌধুরীর ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন কামাল চৌধুরী।
আসামিরা হলেন—মূল আসামি পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফর রহমান মিন্টু ও তাঁর মামা কৃষক লীগ নেতা গিয়াস মেম্বার। এ ছাড়াও রয়েছেন আরও ৯ জন।
মামলাটি দায়ের করেন নিহত কিশোর রোহানের বাবা কামাল চৌধুরী। বাদীর অভিযোগ—মূল আসামিরা প্রভাবশালী হওয়ায় হত্যাকাণ্ডের তিন সপ্তাহেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। মামলার ১১ জন আসামির মধ্যে মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করা হলেও, তাঁকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়নি।
মামলার বিবরণে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা জজ আদালতের সামনে থেকে রোহান চৌধুরী ও সেলিম নামের দুজনকে তুলে নিয়ে যায় গিয়াস মেম্বারের লোকজন। পরে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হলে রোহান চৌধুরী মারা যায় এবং প্রাণে বেঁচে যায় সেলিম।
পরদিন ১২ অক্টোবর রোহানের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
এ দিকে সরেজমিনে দেখে গেছে, প্রধান আসামি পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু গ্রেপ্তার না হলেও তাঁর মুক্তি চেয়ে এলাকায় পোস্টারিং করা হয়েছে। অন্যদিকে রোহান হত্যার সঙ্গে জড়িত লুৎফর রহমান মিন্টু ও তাঁর মামা গিয়াস মেম্বারসহ আসামিদের ফাঁসির দাবি করেও পোস্টারিং করা হয়েছে।
এলাকাবাসী বলছে, প্রতি রাতেই কে বা কারা দুই পক্ষে পোস্টারিং করে। আবার রাতের আধারে এক পক্ষ আরেক পক্ষের পোস্টার ছিঁড়ে ফেলে।
নিহত রোহানের বাবা কামাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মূল আসামি প্রকাশ্যে না থাকলেও এই মামলায় তাদের কিছুই হবে না বলে তাঁর লোকজন এলাকায় বলে বেড়াচ্ছে। এ দিকে পুলিশও তো দৃশ্যমান কিছু করতে পারছে না।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হরতাল-অবরোধের কারণে ব্যস্ততা বেড়ে গেছে। সে কারণে তেমন অগ্রগতি হচ্ছে না। একজন গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। রিমান্ড পেলে জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।’

বগুড়ায় আদালত চত্বর থেকে তুলে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় এখনো মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ বাদীপক্ষের। এ দিকে ঘটনার পর থেকে পক্ষে-বিপক্ষে এলাকায় চলছে পোস্টারিং।
পুলিশ বলছে, হরতাল-অবরোধের কারণে বেশি ব্যস্ত রয়েছেন তারা। ইতিমধ্যে একজন গ্রেপ্তার করা হয়েছে। তার রিমান্ড আবেদন করা হয়েছে।
নিহত কিশোরের নাম—রোহান চৌধুরী (১৭)। সে পৌর এলাকার মানিকচক এলাকার বাসিন্দা কামাল চৌধুরীর ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন কামাল চৌধুরী।
আসামিরা হলেন—মূল আসামি পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফর রহমান মিন্টু ও তাঁর মামা কৃষক লীগ নেতা গিয়াস মেম্বার। এ ছাড়াও রয়েছেন আরও ৯ জন।
মামলাটি দায়ের করেন নিহত কিশোর রোহানের বাবা কামাল চৌধুরী। বাদীর অভিযোগ—মূল আসামিরা প্রভাবশালী হওয়ায় হত্যাকাণ্ডের তিন সপ্তাহেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। মামলার ১১ জন আসামির মধ্যে মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করা হলেও, তাঁকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়নি।
মামলার বিবরণে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা জজ আদালতের সামনে থেকে রোহান চৌধুরী ও সেলিম নামের দুজনকে তুলে নিয়ে যায় গিয়াস মেম্বারের লোকজন। পরে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হলে রোহান চৌধুরী মারা যায় এবং প্রাণে বেঁচে যায় সেলিম।
পরদিন ১২ অক্টোবর রোহানের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
এ দিকে সরেজমিনে দেখে গেছে, প্রধান আসামি পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু গ্রেপ্তার না হলেও তাঁর মুক্তি চেয়ে এলাকায় পোস্টারিং করা হয়েছে। অন্যদিকে রোহান হত্যার সঙ্গে জড়িত লুৎফর রহমান মিন্টু ও তাঁর মামা গিয়াস মেম্বারসহ আসামিদের ফাঁসির দাবি করেও পোস্টারিং করা হয়েছে।
এলাকাবাসী বলছে, প্রতি রাতেই কে বা কারা দুই পক্ষে পোস্টারিং করে। আবার রাতের আধারে এক পক্ষ আরেক পক্ষের পোস্টার ছিঁড়ে ফেলে।
নিহত রোহানের বাবা কামাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মূল আসামি প্রকাশ্যে না থাকলেও এই মামলায় তাদের কিছুই হবে না বলে তাঁর লোকজন এলাকায় বলে বেড়াচ্ছে। এ দিকে পুলিশও তো দৃশ্যমান কিছু করতে পারছে না।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হরতাল-অবরোধের কারণে ব্যস্ততা বেড়ে গেছে। সে কারণে তেমন অগ্রগতি হচ্ছে না। একজন গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। রিমান্ড পেলে জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৯ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২৮ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে