বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। পুলিশের এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রাপালার আয়োজক ও স্থানীয় জনপ্রতিনিধি। পুলিশ বলছে, যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করায় প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইউএনও বলেছেন, পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। সরঞ্জাম জব্দ করে নিলাম করা যেত।
গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষার চরে আয়োজিত যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।
যাত্রাপালার আয়োজক ধারাবর্ষার চরের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া জানান, চরের মানুষ আধুনিক বিনোদন থেকে বঞ্চিত। দিনে চরের অধিকাংশ মানুষ কৃষি কাজে ব্যস্ত থাকে। রাতে তাদের বিনোদনের জন্য যাত্রা পালার আয়োজন করা হয়।
জিয়াউর রহমান বলেন, ‘সরকারের নিবন্ধিত যাত্রা দল দি নিউ হিরামনি অপেরা যাত্রাদলের সঙ্গে চুক্তিবদ্ধ করি। শনিবার রাতে ধারাবর্ষার চরে যাত্রা পালার আয়োজন করা হয়েছিল। কিন্তু রাত ৮টার দিকে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ গিয়ে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেয়। জিয়াউর রহমান বলেন অশ্লীল নাচ এবং জুয়ার আসরের অভিযোগ সঠিক না।’
বোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আসাদ খান বলেন, ‘যাত্রায় অশ্লীল নাচ এবং জুয়ার আসর যেন না হয় সে বিষয়ে আয়োজকদের সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু যাত্রা শুরুর আগেই পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি।’
এদিকে গত ২৫ নভেম্বর গ্রামীণ যাত্রা ও পালাগানের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয় গ্রামবাংলার ঐতিহ্য যাত্রা ও পালাগান দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে যাত্রা এবং পালাগান আয়োজনের উদ্যোগ নিতে হবে।
সারিয়াকান্দির চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা বলেন, ‘ধারাবর্ষার চরে এত দুর্গম যে সেখানে পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে। আমাদের কাছে সংবাদ ছিল রাত ১২টার পর যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আসর বসানো হবে। এ কারণে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও আয়োজকেরা আগে কোনো অনুমতি নেননি।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, ‘ধারাবর্ষা চরে প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রার নামে জুয়া এবং অশ্লীলতা হচ্ছে এমন অভিযোগ আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। তারা যদি সরঞ্জামাদি পুড়িয়ে দেয় তাহলে সেটা ঠিক হয়নি। প্রয়োজনে সরঞ্জাম জব্দ করে নিলাম করা যেত।’

বগুড়ার সারিয়াকান্দিতে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। পুলিশের এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রাপালার আয়োজক ও স্থানীয় জনপ্রতিনিধি। পুলিশ বলছে, যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করায় প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইউএনও বলেছেন, পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। সরঞ্জাম জব্দ করে নিলাম করা যেত।
গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষার চরে আয়োজিত যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।
যাত্রাপালার আয়োজক ধারাবর্ষার চরের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া জানান, চরের মানুষ আধুনিক বিনোদন থেকে বঞ্চিত। দিনে চরের অধিকাংশ মানুষ কৃষি কাজে ব্যস্ত থাকে। রাতে তাদের বিনোদনের জন্য যাত্রা পালার আয়োজন করা হয়।
জিয়াউর রহমান বলেন, ‘সরকারের নিবন্ধিত যাত্রা দল দি নিউ হিরামনি অপেরা যাত্রাদলের সঙ্গে চুক্তিবদ্ধ করি। শনিবার রাতে ধারাবর্ষার চরে যাত্রা পালার আয়োজন করা হয়েছিল। কিন্তু রাত ৮টার দিকে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ গিয়ে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেয়। জিয়াউর রহমান বলেন অশ্লীল নাচ এবং জুয়ার আসরের অভিযোগ সঠিক না।’
বোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আসাদ খান বলেন, ‘যাত্রায় অশ্লীল নাচ এবং জুয়ার আসর যেন না হয় সে বিষয়ে আয়োজকদের সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু যাত্রা শুরুর আগেই পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি।’
এদিকে গত ২৫ নভেম্বর গ্রামীণ যাত্রা ও পালাগানের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয় গ্রামবাংলার ঐতিহ্য যাত্রা ও পালাগান দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে যাত্রা এবং পালাগান আয়োজনের উদ্যোগ নিতে হবে।
সারিয়াকান্দির চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা বলেন, ‘ধারাবর্ষার চরে এত দুর্গম যে সেখানে পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে। আমাদের কাছে সংবাদ ছিল রাত ১২টার পর যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আসর বসানো হবে। এ কারণে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও আয়োজকেরা আগে কোনো অনুমতি নেননি।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, ‘ধারাবর্ষা চরে প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রার নামে জুয়া এবং অশ্লীলতা হচ্ছে এমন অভিযোগ আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। তারা যদি সরঞ্জামাদি পুড়িয়ে দেয় তাহলে সেটা ঠিক হয়নি। প্রয়োজনে সরঞ্জাম জব্দ করে নিলাম করা যেত।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে