বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আধিপত্য বিস্তারের জেরে ওয়াজেদ হোসেন ঝন্টু নামে ৩০ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আয়নাল (২৬) নামের একজনকে আটক করা হয়েছে। তবে তিনি আহত থাকায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার টার দিকে সদরের ভাটকান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঝন্টু ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। এদিকে আটক হওয়া আয়নাল একই এলাকার আতোয়ার আলী ওরফে আতর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের নাশতা করার জন্য ভাটকান্দি এলাকায় একটি খাবারের হোটেলে যান ঝন্টু। পরে সেখানে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় তাঁর প্রতিপক্ষ। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। পরে কুপিয়ে পালিয়ে যাওয়া এক যুবক আয়নালকে আটক করে স্থানীয়রা।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহমুদ ইসলাম জানান, ঝন্টুকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় আয়নাল নামে এক যুবককে আটক করে মারধর করেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন সন্দিগ্ধ আসামি আয়নাল।
এ পুলিশের আরও বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা তিন-চারজন ছিলেন প্রাথমিকভাবে জেনেছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা হামলাকারীদের মধ্যে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে তাঁকে আহত অবস্থায় আমরা পেয়েছি। চিকিৎসার জন্য তাঁকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।’
উল্লেখ্য, মরদেহ ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে হস্তান্তর করবেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ।

বগুড়ায় আধিপত্য বিস্তারের জেরে ওয়াজেদ হোসেন ঝন্টু নামে ৩০ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আয়নাল (২৬) নামের একজনকে আটক করা হয়েছে। তবে তিনি আহত থাকায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার টার দিকে সদরের ভাটকান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঝন্টু ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। এদিকে আটক হওয়া আয়নাল একই এলাকার আতোয়ার আলী ওরফে আতর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের নাশতা করার জন্য ভাটকান্দি এলাকায় একটি খাবারের হোটেলে যান ঝন্টু। পরে সেখানে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় তাঁর প্রতিপক্ষ। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। পরে কুপিয়ে পালিয়ে যাওয়া এক যুবক আয়নালকে আটক করে স্থানীয়রা।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহমুদ ইসলাম জানান, ঝন্টুকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় আয়নাল নামে এক যুবককে আটক করে মারধর করেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন সন্দিগ্ধ আসামি আয়নাল।
এ পুলিশের আরও বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা তিন-চারজন ছিলেন প্রাথমিকভাবে জেনেছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা হামলাকারীদের মধ্যে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে তাঁকে আহত অবস্থায় আমরা পেয়েছি। চিকিৎসার জন্য তাঁকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।’
উল্লেখ্য, মরদেহ ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে হস্তান্তর করবেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে