শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা মরণফাঁদে পরিণত হয়েছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য এই স্থানে পারাপারের ব্যবস্থা না রেখেই দেওয়া হয়েছে সড়ক বিভাজক। এতে করে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানি।
এই এলাকায় গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছেন নয়জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মরণফাঁদ থেকে রক্ষা পেতে মোকামতলায় পদচারী-সেতু বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সর্বশেষ ১৪ মার্চ মোকামতলা বন্দরের অদূরে চণ্ডীহারা অমরাপুরি এলাকায় বাসচাপায় আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬) নামের দুজন নিহত হন। তাঁরা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ২১ ফেব্রুয়ারি মোকামতলা চৌমাথায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম (৪৬)। তিনি বগুড়া সদরের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। এ ছাড়া গত বছরের ১ ডিসেম্বর, ২৭ সেপ্টেম্বর, ৮ জুন, ১৪ এপ্রিল, ১১ এপ্রিল ও ১৯ মার্চ একজন করে সড়ক দুর্ঘটনায় মারা যান।
মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত শামীম বলেন, বন্দরে পদচারী-সেতু ও আন্ডারপাস না থাকায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে রাস্তা পার হতে হচ্ছে। ব্যবসায়ী রুহুল আমিন ফটু জানান, মোকামতলা বন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তার মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, অথচ এখানে পথচারী-সেতু তো দূরের কথা, জেব্রাক্রসিংও দেওয়া হয়নি।
এ ব্যাপারে চার লেন সড়ক নির্মাণের সাসেক প্রকল্প-২-এর প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘মোকামতলা বাজারের চৌমাথা এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, আগামী ঈদুল আজহার আগেই এটির নির্মাণ সম্পন্ন হবে।’

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা মরণফাঁদে পরিণত হয়েছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য এই স্থানে পারাপারের ব্যবস্থা না রেখেই দেওয়া হয়েছে সড়ক বিভাজক। এতে করে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানি।
এই এলাকায় গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছেন নয়জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মরণফাঁদ থেকে রক্ষা পেতে মোকামতলায় পদচারী-সেতু বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সর্বশেষ ১৪ মার্চ মোকামতলা বন্দরের অদূরে চণ্ডীহারা অমরাপুরি এলাকায় বাসচাপায় আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬) নামের দুজন নিহত হন। তাঁরা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ২১ ফেব্রুয়ারি মোকামতলা চৌমাথায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম (৪৬)। তিনি বগুড়া সদরের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। এ ছাড়া গত বছরের ১ ডিসেম্বর, ২৭ সেপ্টেম্বর, ৮ জুন, ১৪ এপ্রিল, ১১ এপ্রিল ও ১৯ মার্চ একজন করে সড়ক দুর্ঘটনায় মারা যান।
মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত শামীম বলেন, বন্দরে পদচারী-সেতু ও আন্ডারপাস না থাকায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে রাস্তা পার হতে হচ্ছে। ব্যবসায়ী রুহুল আমিন ফটু জানান, মোকামতলা বন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তার মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, অথচ এখানে পথচারী-সেতু তো দূরের কথা, জেব্রাক্রসিংও দেওয়া হয়নি।
এ ব্যাপারে চার লেন সড়ক নির্মাণের সাসেক প্রকল্প-২-এর প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘মোকামতলা বাজারের চৌমাথা এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, আগামী ঈদুল আজহার আগেই এটির নির্মাণ সম্পন্ন হবে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে