শেরপুর (বগুড়া) প্রতিনিধি

স্বর্ণের মূর্তি বিক্রির নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শেরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোরশেদ আলম ওরফে খুশি (৫৪), মো. আবুল কালাম (৫০) ও মো. ইদ্রিস আলী (৫৫)। তাঁরা তিনজনই বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, যশোর জেলার বাঘারপাড়া থানার দৌলতপুর গ্রামের মো. আছাদুজ্জামান মোল্যা (৫৮) সম্প্রতি পাবনার পাকশীতে একটি ওরস মাহফিলে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে খোরশেদ আছাদুজ্জামানকে জানান, তাঁর এক আত্মীয় পুকুর খননের সময় একটি স্বর্ণের মূর্তি পেয়েছেন। এটির ওজন প্রায় ৫০০ গ্রাম। তিনি আরও বলেন, বিষয়টি গোপন রাখতে মূর্তিটি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিক্রি করতে চান।
পরে মূর্তিটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়ে চুক্তি হয়। সেই অনুযায়ী বাদী আছাদুজ্জামান গতকাল বিকেলে দুই লাখ টাকা নিয়ে খোরশেদের বাড়িতে যান। সেখানে তাঁকে স্বর্ণের মতো দেখতে এমন একটি মূর্তি দেওয়া হয়। পরে স্থানীয় এক স্বর্ণকার দিয়ে পরীক্ষা করালে দেখা যায়, মূর্তিটি স্বর্ণের নয়, বরং পিতলের তৈরি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আছাদুজ্জামান শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দেখতে স্বর্ণের মতো একটি দুই খণ্ডের ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে। এটি পরীক্ষা করে পিতলের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বর্ণের মূর্তি বিক্রির নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শেরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোরশেদ আলম ওরফে খুশি (৫৪), মো. আবুল কালাম (৫০) ও মো. ইদ্রিস আলী (৫৫)। তাঁরা তিনজনই বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, যশোর জেলার বাঘারপাড়া থানার দৌলতপুর গ্রামের মো. আছাদুজ্জামান মোল্যা (৫৮) সম্প্রতি পাবনার পাকশীতে একটি ওরস মাহফিলে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে খোরশেদ আছাদুজ্জামানকে জানান, তাঁর এক আত্মীয় পুকুর খননের সময় একটি স্বর্ণের মূর্তি পেয়েছেন। এটির ওজন প্রায় ৫০০ গ্রাম। তিনি আরও বলেন, বিষয়টি গোপন রাখতে মূর্তিটি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিক্রি করতে চান।
পরে মূর্তিটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়ে চুক্তি হয়। সেই অনুযায়ী বাদী আছাদুজ্জামান গতকাল বিকেলে দুই লাখ টাকা নিয়ে খোরশেদের বাড়িতে যান। সেখানে তাঁকে স্বর্ণের মতো দেখতে এমন একটি মূর্তি দেওয়া হয়। পরে স্থানীয় এক স্বর্ণকার দিয়ে পরীক্ষা করালে দেখা যায়, মূর্তিটি স্বর্ণের নয়, বরং পিতলের তৈরি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আছাদুজ্জামান শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দেখতে স্বর্ণের মতো একটি দুই খণ্ডের ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে। এটি পরীক্ষা করে পিতলের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে