বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এক এনজিওর পরিচালকসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাবতলী উপজেলার স্থানীয় এনজিও সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) এর পরিচালক আশরাফুল ইসলাম, উপপরিচালক ছামছুল আলম, ব্যবস্থাপক আইয়ুব আলী লিটন এবং হিসাব রক্ষক রাসেল মিয়া।
ওসি জানান, সমাজ উন্নয়ন কর্ম নামের এনজিওটির পরিচালকসহ অন্য কর্মকর্তারা সদস্য সংগ্রহ করে তাঁদেরকে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দিয়ে তাঁদের টাকা এনজিওতে জমা করতে থাকেন। এভাবে তাঁরা শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই কোটির বেশি টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকদের লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়। গ্রাহকেরা তাঁদের মূলধনের টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা এনজিওর অফিসে তালা দিয়ে আত্মগোপন করেন।
প্রতারিত গ্রাহকদের মধ্যে সোলার তাইর গ্রামের আসাদুল ইসলাম গতকাল সোমবার গাবতলী থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তিনি তাঁর মামা আনোয়ার হোসেন, মা আছিয়া বেগম এনজিও কর্মকর্তাদের প্রলোভনে পড়ে ১৪ লাখ টাকা জমা করেন। কিন্তু দীর্ঘদিনেও লভ্যাংশ দেন না, এমনকি জমাকৃত মূল টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে। এ কারণে ওই এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হলে গতকাল সোমবার রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ার গাবতলীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এক এনজিওর পরিচালকসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাবতলী উপজেলার স্থানীয় এনজিও সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) এর পরিচালক আশরাফুল ইসলাম, উপপরিচালক ছামছুল আলম, ব্যবস্থাপক আইয়ুব আলী লিটন এবং হিসাব রক্ষক রাসেল মিয়া।
ওসি জানান, সমাজ উন্নয়ন কর্ম নামের এনজিওটির পরিচালকসহ অন্য কর্মকর্তারা সদস্য সংগ্রহ করে তাঁদেরকে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দিয়ে তাঁদের টাকা এনজিওতে জমা করতে থাকেন। এভাবে তাঁরা শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই কোটির বেশি টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকদের লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়। গ্রাহকেরা তাঁদের মূলধনের টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা এনজিওর অফিসে তালা দিয়ে আত্মগোপন করেন।
প্রতারিত গ্রাহকদের মধ্যে সোলার তাইর গ্রামের আসাদুল ইসলাম গতকাল সোমবার গাবতলী থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তিনি তাঁর মামা আনোয়ার হোসেন, মা আছিয়া বেগম এনজিও কর্মকর্তাদের প্রলোভনে পড়ে ১৪ লাখ টাকা জমা করেন। কিন্তু দীর্ঘদিনেও লভ্যাংশ দেন না, এমনকি জমাকৃত মূল টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে। এ কারণে ওই এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হলে গতকাল সোমবার রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে