Ajker Patrika

বান্ধবীর বিয়েতে এসে নদীতে ডুবে মৃত্যু এসএসসির ফলপ্রার্থীর

বগুড়া প্রতিনিধি
বান্ধবীর বিয়েতে এসে নদীতে ডুবে মৃত্যু এসএসসির ফলপ্রার্থীর
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নদীতে ডুবে যাওয়া এসএসসির ফলপ্রার্থী ফাতেমা আদুরীর সন্ধানে তল্লাশি চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়ে উপলক্ষে বেড়াতে এসেছিল ফাতেমা আদুরী (১৭)। অতিরিক্ত গরমের কারণে কয়েক বান্ধবীসহ পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় আদুরী। তিন ঘণ্টা পর তার লাশের সন্ধান মেলে।

আজ মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দির পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। ফাতেমা আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার বান্ধবী রত্নার বিয়ে উপলক্ষে আদুরী বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দির তরফদারপাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসে। অতিরিক্ত গরমের কারণে মঙ্গলবার বিকেলে পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসলে নামে আদুরীসহ কয়েক বান্ধবী। একপর্যায়ে আদুরী পানির গভীরে তলিয়ে যায়। তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, খবর পেয়ে ডুবুরি দল তল্লাশি চালিয়ে আদুরীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ঘটনার তিন ঘণ্টা পর ওই নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত