বগুড়া ও শিবগঞ্জ প্রতিনিধি

রোডমার্চ শেষে ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বহরে থাকা দুইটি গাড়ি ভাঙচুর করা হয়, তবে কেউ হতাহত হয়নি। আজ সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের মোকামতলা গণতন্ত্র মঞ্চের জনসমাবেশ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলায় গণতন্ত্র মঞ্চের জনসমাবেশকে ঘিরে আজ (সোমবার) দুপুর থেকেই মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা কর্মীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে সন্ধ্যার দিকে জনসমাবেশ শেষ হওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থা নেয়। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের গাড়িবহর বগুড়া শহর দিকে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
উপজেলার নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে শিবগঞ্জের মোকামতলার জয়পুরহাট রাস্তার মোড়ে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়। সন্ধ্যায় শান্তিপূর্ণ জনসভা শেষে ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা কর্মীরা রোডমার্চে অংশ নিতে ঢাকা থেকে আসা নেতাদের গাড়িবহরে হামলা চালায়। এই সময় দুইটি গাড়ির গ্লাস ভেঙে যায়।’
তবে, হামলার অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলার ঘটনা সঠিক নয়। বরং তারাই কথিত জনসমাবেশের নামে দেশ বিরোধী সব কথা বলেছে। এটা শুনে স্থানীয় কিছু মানুষ তাঁদের দিকে তেড়ে গিয়েছিল।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণভাবে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শেষ হয়েছে। তাঁদের বাধা দেওয়া বা হামলার ঘটনা জানা নেই। এখনো এ বিষয়ে কেউ অভিযোগ করেনি ৷
এর আগে শিবগঞ্জের মোকামতলায় জয়পুরহাট রাস্তার মোড়ে রোডমার্চের অংশ হিসেবে এক জনসভার আয়োজন করে। সভায় শিবগঞ্জ উপজেলার নাগরিক ঐক্যর সদস্যসচিব আব্দুল বাছেদের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জনসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ ৷

রোডমার্চ শেষে ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বহরে থাকা দুইটি গাড়ি ভাঙচুর করা হয়, তবে কেউ হতাহত হয়নি। আজ সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের মোকামতলা গণতন্ত্র মঞ্চের জনসমাবেশ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলায় গণতন্ত্র মঞ্চের জনসমাবেশকে ঘিরে আজ (সোমবার) দুপুর থেকেই মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা কর্মীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে সন্ধ্যার দিকে জনসমাবেশ শেষ হওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থা নেয়। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের গাড়িবহর বগুড়া শহর দিকে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
উপজেলার নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে শিবগঞ্জের মোকামতলার জয়পুরহাট রাস্তার মোড়ে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়। সন্ধ্যায় শান্তিপূর্ণ জনসভা শেষে ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা কর্মীরা রোডমার্চে অংশ নিতে ঢাকা থেকে আসা নেতাদের গাড়িবহরে হামলা চালায়। এই সময় দুইটি গাড়ির গ্লাস ভেঙে যায়।’
তবে, হামলার অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলার ঘটনা সঠিক নয়। বরং তারাই কথিত জনসমাবেশের নামে দেশ বিরোধী সব কথা বলেছে। এটা শুনে স্থানীয় কিছু মানুষ তাঁদের দিকে তেড়ে গিয়েছিল।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণভাবে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শেষ হয়েছে। তাঁদের বাধা দেওয়া বা হামলার ঘটনা জানা নেই। এখনো এ বিষয়ে কেউ অভিযোগ করেনি ৷
এর আগে শিবগঞ্জের মোকামতলায় জয়পুরহাট রাস্তার মোড়ে রোডমার্চের অংশ হিসেবে এক জনসভার আয়োজন করে। সভায় শিবগঞ্জ উপজেলার নাগরিক ঐক্যর সদস্যসচিব আব্দুল বাছেদের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জনসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ ৷

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে