ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে সিএনজিচালক-মালিক ও বাসমালিক সমিতির মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের এ ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
এ সময় আটটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে বাসমালিক সমিতির লোকজনের বিরুদ্ধে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সিএনজি অটোচালকদের অভিযোগ, আজ সকালে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেওয়ার সময় চরফ্যাশন বাস টার্মিনালের শ্রমিকেরা কয়েকটি অটোরিকশা আটকে ভাঙচুর ও চালককে মারধর করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। অটোরিকশা ভাঙচুর ও হামলার প্রতিবাদে অটোচালকেরা প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন।
এ সময় বাস মালিক সমিতির লোকজন হামলা চালিয়ে চারটি অটো ভাঙচুর করেন। এতে ছয়-সাতজন অটোচালক গুরুতর আহত হন। আহতদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের দাবি, ‘এই রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো অবৈধ। সে কারণে বাস মালিক সমিতির লোকজন অবৈধ অটরিকশা আটকে রাখেন। এতে অটোরিকশাচালকেরা বাস চলাচল বন্ধ করতে সড়ক অবরোধ করেন। তারা তিন-চারজন বাসশ্রমিককে মারধরও করেন। পরে যাত্রীরাই তাঁদের সরিয়ে সড়ক মুক্ত করেন।’
এদিকে ঘটনার পর থেকে বাস মালিক সমিতি ও সিএনজি অটোচালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলার চরফ্যাশনে সিএনজিচালক-মালিক ও বাসমালিক সমিতির মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের এ ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
এ সময় আটটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে বাসমালিক সমিতির লোকজনের বিরুদ্ধে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সিএনজি অটোচালকদের অভিযোগ, আজ সকালে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেওয়ার সময় চরফ্যাশন বাস টার্মিনালের শ্রমিকেরা কয়েকটি অটোরিকশা আটকে ভাঙচুর ও চালককে মারধর করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। অটোরিকশা ভাঙচুর ও হামলার প্রতিবাদে অটোচালকেরা প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন।
এ সময় বাস মালিক সমিতির লোকজন হামলা চালিয়ে চারটি অটো ভাঙচুর করেন। এতে ছয়-সাতজন অটোচালক গুরুতর আহত হন। আহতদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের দাবি, ‘এই রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো অবৈধ। সে কারণে বাস মালিক সমিতির লোকজন অবৈধ অটরিকশা আটকে রাখেন। এতে অটোরিকশাচালকেরা বাস চলাচল বন্ধ করতে সড়ক অবরোধ করেন। তারা তিন-চারজন বাসশ্রমিককে মারধরও করেন। পরে যাত্রীরাই তাঁদের সরিয়ে সড়ক মুক্ত করেন।’
এদিকে ঘটনার পর থেকে বাস মালিক সমিতি ও সিএনজি অটোচালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে