মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) শেয়ার করে ব্যাংকের টাকা হারিয়েছেন এক স্কুলশিক্ষক। ১১ জুলাই উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা মৌসুমীর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেয় প্রতারকেরা। এ ঘটনায় তিনি গত শনিবার বরিশাল কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন।
এর আগে ৯ জুলাই ওই শিক্ষকের কাছে রূপালী ব্যাংকের ব্যবস্থাপক পরিচয়ে ফোন করে হিসাব হালনাগাদ করার কথা বলে ওটিপি শেয়ার করতে বলে। ওটিপি ব্যবহার করে প্রতারকেরা তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেয়।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, রাবেয়া সুলতানা মৌসুমী রূপালী ব্যাংকের বরিশাল বাজার রোড শাখায় একটি হিসাব পরিচালনা করেন। ৯ জুলাই দুপুরে এক ব্যক্তি ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম পরিচয় দিয়ে ব্যাংক হিসাব হালনাগাদের জন্য ওটিপি শেয়ার করতে বলেন। তিনি ওটিপি শেয়ার করলে প্রতারকেরা তাঁর ৬০ হাজার টাকা অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর (ট্রান্সফার) করে নেন।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ওই ব্যাংকের ব্যবস্থাপককে জানান। পরে ব্যবস্থাপক শহিদুল ইসলাম শিক্ষকের ব্যাংক হিসাবে ৬০ হাজার টাকা ফিরিয়ে আনেন। কিন্তু ১১ জুলাই প্রতারকেরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষকের হিসাব থেকে ৫৪ হাজার টাকা তুলে নেন।
এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ব্যাংক কর্মকর্তারা কখনোই ওটিপি শেয়ার করতে বলেন না। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকা প্রয়োজন। ওই শিক্ষক ওটিপি শেয়ার করায় প্রতারকেরা তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রতারক শনাক্ত করে শিক্ষকের টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

বরিশালের মুলাদীতে মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) শেয়ার করে ব্যাংকের টাকা হারিয়েছেন এক স্কুলশিক্ষক। ১১ জুলাই উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা মৌসুমীর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেয় প্রতারকেরা। এ ঘটনায় তিনি গত শনিবার বরিশাল কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন।
এর আগে ৯ জুলাই ওই শিক্ষকের কাছে রূপালী ব্যাংকের ব্যবস্থাপক পরিচয়ে ফোন করে হিসাব হালনাগাদ করার কথা বলে ওটিপি শেয়ার করতে বলে। ওটিপি ব্যবহার করে প্রতারকেরা তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেয়।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, রাবেয়া সুলতানা মৌসুমী রূপালী ব্যাংকের বরিশাল বাজার রোড শাখায় একটি হিসাব পরিচালনা করেন। ৯ জুলাই দুপুরে এক ব্যক্তি ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম পরিচয় দিয়ে ব্যাংক হিসাব হালনাগাদের জন্য ওটিপি শেয়ার করতে বলেন। তিনি ওটিপি শেয়ার করলে প্রতারকেরা তাঁর ৬০ হাজার টাকা অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর (ট্রান্সফার) করে নেন।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ওই ব্যাংকের ব্যবস্থাপককে জানান। পরে ব্যবস্থাপক শহিদুল ইসলাম শিক্ষকের ব্যাংক হিসাবে ৬০ হাজার টাকা ফিরিয়ে আনেন। কিন্তু ১১ জুলাই প্রতারকেরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষকের হিসাব থেকে ৫৪ হাজার টাকা তুলে নেন।
এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ব্যাংক কর্মকর্তারা কখনোই ওটিপি শেয়ার করতে বলেন না। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকা প্রয়োজন। ওই শিক্ষক ওটিপি শেয়ার করায় প্রতারকেরা তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রতারক শনাক্ত করে শিক্ষকের টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩১ মিনিট আগে