নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি, পরিবহন সংকট দূর করার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলেও বিশ্ববিদ্যালয়ের মূল গেট-সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অবরোধে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। কুয়াকাটার যাত্রী আফজাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের অবরোধের কারণে চরম দুর্ভোগে ছিলাম।’ এভাবে সড়ক আটকে দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, টানা আন্দোলন এবং গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলন করে ইউজিসি কর্তৃপক্ষকে যোগাযোগের আহ্বান জানানো হলেও সাড়া মেলেনি। তাই যত দিন দাবি আদায় না হবে তত দিনই আন্দোলন চলবে।
শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, ‘১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট কাটেনি। অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আন্দোলন করছি। আমরা দেখেছি, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকা বাজেট দেয় কিন্তু ববির জন্য নামে মাত্র বাজেট পাস করে, যা আমাদের জন্য লজ্জার। আমরা চাই, অতি দ্রুত বাজেট বৈষম্য দূর করে আমাদের দাবি মেনে নেওয়া হোক।’
ববি শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা না হওয়ার পেছনে প্রশাসনের দুর্বলতা এবং জুলাই বিপ্লবকে ধারণ করতে না পারার পরিচয়। যা দুঃখজনক।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি, পরিবহন সংকট দূর করার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলেও বিশ্ববিদ্যালয়ের মূল গেট-সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অবরোধে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। কুয়াকাটার যাত্রী আফজাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের অবরোধের কারণে চরম দুর্ভোগে ছিলাম।’ এভাবে সড়ক আটকে দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, টানা আন্দোলন এবং গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলন করে ইউজিসি কর্তৃপক্ষকে যোগাযোগের আহ্বান জানানো হলেও সাড়া মেলেনি। তাই যত দিন দাবি আদায় না হবে তত দিনই আন্দোলন চলবে।
শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, ‘১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট কাটেনি। অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আন্দোলন করছি। আমরা দেখেছি, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকা বাজেট দেয় কিন্তু ববির জন্য নামে মাত্র বাজেট পাস করে, যা আমাদের জন্য লজ্জার। আমরা চাই, অতি দ্রুত বাজেট বৈষম্য দূর করে আমাদের দাবি মেনে নেওয়া হোক।’
ববি শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা না হওয়ার পেছনে প্রশাসনের দুর্বলতা এবং জুলাই বিপ্লবকে ধারণ করতে না পারার পরিচয়। যা দুঃখজনক।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে