নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে