মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে টাকা-স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মুলাদী থানায় চারজনের বিরুদ্ধে মামলা এবং বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত ব্যক্তির নাম ইব্রাহীম সিকদার, তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, ‘ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় আসেন। এর পর তিনি আমার থেকে ২ লাখ টাকা ধার নেন। এর মধ্যে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৩ মার্চ সন্ধ্যায় ইব্রাহীম সিকদার ৫ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ আমাকে ঢাকায় নিয়ে যান।’
ভুক্তভোগী আরও জানান, ঢাকায় ইব্রাহীম তাঁকে একটি বাসায় প্রায় তিন মাস আটকে রাখেন। বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইব্রাহীম বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ২২ জুন এলাকায় ফিরে এসে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তাঁর বাবা-মা তাঁকে গ্রহণ না করে বাড়ি থেকে বের করে দেন।
তবে ছাত্রদল নেতা ইব্রাহীম সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রবাসীর স্ত্রী আমার সঙ্গে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। এখন এলাকায় ফিরে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এতে রাজি না হওয়ায় ধর্ষণ ও টাকা-স্বর্ণালংকারের বিষয় উল্লেখ করে থানায় মামলা করে থাকতে পারেন।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ‘ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রবাসীর স্ত্রী ছাত্রদল নেতা ও তাঁর বাবা, মা, বোনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের মুলাদীতে টাকা-স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মুলাদী থানায় চারজনের বিরুদ্ধে মামলা এবং বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত ব্যক্তির নাম ইব্রাহীম সিকদার, তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, ‘ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় আসেন। এর পর তিনি আমার থেকে ২ লাখ টাকা ধার নেন। এর মধ্যে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৩ মার্চ সন্ধ্যায় ইব্রাহীম সিকদার ৫ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ আমাকে ঢাকায় নিয়ে যান।’
ভুক্তভোগী আরও জানান, ঢাকায় ইব্রাহীম তাঁকে একটি বাসায় প্রায় তিন মাস আটকে রাখেন। বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইব্রাহীম বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ২২ জুন এলাকায় ফিরে এসে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তাঁর বাবা-মা তাঁকে গ্রহণ না করে বাড়ি থেকে বের করে দেন।
তবে ছাত্রদল নেতা ইব্রাহীম সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রবাসীর স্ত্রী আমার সঙ্গে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। এখন এলাকায় ফিরে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এতে রাজি না হওয়ায় ধর্ষণ ও টাকা-স্বর্ণালংকারের বিষয় উল্লেখ করে থানায় মামলা করে থাকতে পারেন।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ‘ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রবাসীর স্ত্রী ছাত্রদল নেতা ও তাঁর বাবা, মা, বোনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১০ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৩ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩৩ মিনিট আগে