নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু হচ্ছে দর্শনার্থী কার্ড। ডিজিটালাইজড পদ্ধতিতে আগামী সপ্তাহেই এ কার্ড দেওয়া হবে। হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ ঠেকাতে দর্শনার্থী কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ড চালু হলে দৈনিক প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। তবে ভিজিটিং সময় (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া স্বজনেরা হাসপাতালে প্রবেশ করতে পারবেন বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, ১৯৬৮ সালে মাত্র ৩৬০ শয্যার অবকাঠামো নিয়ে নির্মিত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে গড়ে প্রতিদিন নতুন ৭০০ রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে হাসপাতালে অন্তর্বিভাগে ভর্তি থাকেন প্রায় ৩ হাজার রোগী। প্রতি রোগীর সঙ্গে ৪-৫ জন দর্শনার্থী কিংবা স্বজন অবস্থান নেন হাসপাতালে। দিনে দিনে হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় হাসপাতালের অবকাঠামোগত কোনো উন্নতি হয়নি। ফলে মানুষের অতিরিক্ত চাপে হাসপাতালের টয়লেট ও পরিবেশ নোংরা হওয়াসহ সর্বক্ষেত্রে সমস্যা হচ্ছে। অবস্থার পরিবর্তন আনতে শেবাচিম হাসপাতালে দর্শনার্থী কার্ড চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
হাসপাতালের মেডিসিন ভবনের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, এ ভবনের পরিবেশ সুন্দর রাখতে দর্শনার্থী কার্ড বা গেট পাসের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দর্শনার্থী কার্ড সম্পর্কে নিয়ম ও শর্তাবলি ব্যানার আকারে হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে রোগীর স্বজনদের চাপ কমবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ টাকা দিয়ে দর্শনার্থী কার্ড সংগ্রহ করা যাবে। কার্ড জমা দিয়ে ১০০ টাকা ফেরতও নেওয়া যাবে। একজন রোগীর জন্য সর্বোচ্চ দুইটি কার্ড সংগ্রহ করা যাবে। কার্ডের মেয়াদ ৭ দিন।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান বলেন, দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হলে এই হাসপাতাল থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। আগামী সপ্তাহেই প্রাথমিকভাবে মেডিসিন ভবনে দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত দর্শনার্থী রোধে কার্ডের ব্যবস্থা চালু করা হবে। তবে হাসপাতালের ভিজিটিং আওয়ারে (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন স্বজনেরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু হচ্ছে দর্শনার্থী কার্ড। ডিজিটালাইজড পদ্ধতিতে আগামী সপ্তাহেই এ কার্ড দেওয়া হবে। হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ ঠেকাতে দর্শনার্থী কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ড চালু হলে দৈনিক প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। তবে ভিজিটিং সময় (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া স্বজনেরা হাসপাতালে প্রবেশ করতে পারবেন বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, ১৯৬৮ সালে মাত্র ৩৬০ শয্যার অবকাঠামো নিয়ে নির্মিত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে গড়ে প্রতিদিন নতুন ৭০০ রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে হাসপাতালে অন্তর্বিভাগে ভর্তি থাকেন প্রায় ৩ হাজার রোগী। প্রতি রোগীর সঙ্গে ৪-৫ জন দর্শনার্থী কিংবা স্বজন অবস্থান নেন হাসপাতালে। দিনে দিনে হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় হাসপাতালের অবকাঠামোগত কোনো উন্নতি হয়নি। ফলে মানুষের অতিরিক্ত চাপে হাসপাতালের টয়লেট ও পরিবেশ নোংরা হওয়াসহ সর্বক্ষেত্রে সমস্যা হচ্ছে। অবস্থার পরিবর্তন আনতে শেবাচিম হাসপাতালে দর্শনার্থী কার্ড চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
হাসপাতালের মেডিসিন ভবনের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, এ ভবনের পরিবেশ সুন্দর রাখতে দর্শনার্থী কার্ড বা গেট পাসের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দর্শনার্থী কার্ড সম্পর্কে নিয়ম ও শর্তাবলি ব্যানার আকারে হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে রোগীর স্বজনদের চাপ কমবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ টাকা দিয়ে দর্শনার্থী কার্ড সংগ্রহ করা যাবে। কার্ড জমা দিয়ে ১০০ টাকা ফেরতও নেওয়া যাবে। একজন রোগীর জন্য সর্বোচ্চ দুইটি কার্ড সংগ্রহ করা যাবে। কার্ডের মেয়াদ ৭ দিন।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান বলেন, দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হলে এই হাসপাতাল থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। আগামী সপ্তাহেই প্রাথমিকভাবে মেডিসিন ভবনে দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত দর্শনার্থী রোধে কার্ডের ব্যবস্থা চালু করা হবে। তবে হাসপাতালের ভিজিটিং আওয়ারে (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন স্বজনেরা।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে