নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু হচ্ছে দর্শনার্থী কার্ড। ডিজিটালাইজড পদ্ধতিতে আগামী সপ্তাহেই এ কার্ড দেওয়া হবে। হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ ঠেকাতে দর্শনার্থী কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ড চালু হলে দৈনিক প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। তবে ভিজিটিং সময় (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া স্বজনেরা হাসপাতালে প্রবেশ করতে পারবেন বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, ১৯৬৮ সালে মাত্র ৩৬০ শয্যার অবকাঠামো নিয়ে নির্মিত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে গড়ে প্রতিদিন নতুন ৭০০ রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে হাসপাতালে অন্তর্বিভাগে ভর্তি থাকেন প্রায় ৩ হাজার রোগী। প্রতি রোগীর সঙ্গে ৪-৫ জন দর্শনার্থী কিংবা স্বজন অবস্থান নেন হাসপাতালে। দিনে দিনে হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় হাসপাতালের অবকাঠামোগত কোনো উন্নতি হয়নি। ফলে মানুষের অতিরিক্ত চাপে হাসপাতালের টয়লেট ও পরিবেশ নোংরা হওয়াসহ সর্বক্ষেত্রে সমস্যা হচ্ছে। অবস্থার পরিবর্তন আনতে শেবাচিম হাসপাতালে দর্শনার্থী কার্ড চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
হাসপাতালের মেডিসিন ভবনের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, এ ভবনের পরিবেশ সুন্দর রাখতে দর্শনার্থী কার্ড বা গেট পাসের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দর্শনার্থী কার্ড সম্পর্কে নিয়ম ও শর্তাবলি ব্যানার আকারে হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে রোগীর স্বজনদের চাপ কমবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ টাকা দিয়ে দর্শনার্থী কার্ড সংগ্রহ করা যাবে। কার্ড জমা দিয়ে ১০০ টাকা ফেরতও নেওয়া যাবে। একজন রোগীর জন্য সর্বোচ্চ দুইটি কার্ড সংগ্রহ করা যাবে। কার্ডের মেয়াদ ৭ দিন।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান বলেন, দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হলে এই হাসপাতাল থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। আগামী সপ্তাহেই প্রাথমিকভাবে মেডিসিন ভবনে দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত দর্শনার্থী রোধে কার্ডের ব্যবস্থা চালু করা হবে। তবে হাসপাতালের ভিজিটিং আওয়ারে (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন স্বজনেরা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু হচ্ছে দর্শনার্থী কার্ড। ডিজিটালাইজড পদ্ধতিতে আগামী সপ্তাহেই এ কার্ড দেওয়া হবে। হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ ঠেকাতে দর্শনার্থী কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ড চালু হলে দৈনিক প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। তবে ভিজিটিং সময় (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া স্বজনেরা হাসপাতালে প্রবেশ করতে পারবেন বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, ১৯৬৮ সালে মাত্র ৩৬০ শয্যার অবকাঠামো নিয়ে নির্মিত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে গড়ে প্রতিদিন নতুন ৭০০ রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে হাসপাতালে অন্তর্বিভাগে ভর্তি থাকেন প্রায় ৩ হাজার রোগী। প্রতি রোগীর সঙ্গে ৪-৫ জন দর্শনার্থী কিংবা স্বজন অবস্থান নেন হাসপাতালে। দিনে দিনে হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় হাসপাতালের অবকাঠামোগত কোনো উন্নতি হয়নি। ফলে মানুষের অতিরিক্ত চাপে হাসপাতালের টয়লেট ও পরিবেশ নোংরা হওয়াসহ সর্বক্ষেত্রে সমস্যা হচ্ছে। অবস্থার পরিবর্তন আনতে শেবাচিম হাসপাতালে দর্শনার্থী কার্ড চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
হাসপাতালের মেডিসিন ভবনের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, এ ভবনের পরিবেশ সুন্দর রাখতে দর্শনার্থী কার্ড বা গেট পাসের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দর্শনার্থী কার্ড সম্পর্কে নিয়ম ও শর্তাবলি ব্যানার আকারে হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে রোগীর স্বজনদের চাপ কমবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ টাকা দিয়ে দর্শনার্থী কার্ড সংগ্রহ করা যাবে। কার্ড জমা দিয়ে ১০০ টাকা ফেরতও নেওয়া যাবে। একজন রোগীর জন্য সর্বোচ্চ দুইটি কার্ড সংগ্রহ করা যাবে। কার্ডের মেয়াদ ৭ দিন।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান বলেন, দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হলে এই হাসপাতাল থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। আগামী সপ্তাহেই প্রাথমিকভাবে মেডিসিন ভবনে দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত দর্শনার্থী রোধে কার্ডের ব্যবস্থা চালু করা হবে। তবে হাসপাতালের ভিজিটিং আওয়ারে (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন স্বজনেরা।
কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বেশির ভাগ স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
৫ মিনিট আগেগাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুটি অবরোধ করে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।
১৯ মিনিট আগেএমআরটি পুলিশ সদস্যের দ্বারা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মী। এ ঘটনায় ৬ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্মীরা।
১ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশেই সড়কে বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান। ঢাকার প্রধান সড়কগুলোয়ও এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা। এ কারণে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার প্রতিবাদে সড়ক ও রেলপথ অ
৯ ঘণ্টা আগে