কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বিপুলসংখ্যক পর্যটক ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। পর্যটকের আগমনে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগত ব্যক্তিদের নিরাপত্তায় মাঠে তৎপর ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। হোটেল-মোটেল কর্তৃপক্ষের তথ্যমতে, গতকালই শতভাগ বুকিং হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল থেকে দেখা যায়, পর্যটকবাহী গাড়িতে কানায় কানায় পূর্ণ কুয়াকাটার পার্কিংগুলো। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘদিন পর্যটকশূন্য ছিল পর্যটন কেন্দ্র কুয়াকাটা। তবে আজ সকাল থেকে সৈকতে পর্যটকের পদচারণে মুখরিত হয়ে ওঠে। হালকা হিমেল বাতাসে আগত পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ-উন্মাদনায় মেতেছেন।
পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এ বছরের সবচেয়ে বেশি পর্যটক হয়েছে আজকে। খুলনা থেকে আসা দম্পতি সাদ-মুন্নু বলেন, ‘খুব অল্প সময়ে মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এখানকার পরিবেশ বেশ ভালোই লাগছে। যদিও এর আগে আমরা দুবার এসেছি। কুয়াকাটায় একসঙ্গে এত বেশি পর্যটক দেখে বেশ ভালোই লাগছে। তবে কুয়াকাটার রেস্টুরেন্টগুলোর খাবারের মান আরও ভালো করা দরকার।’
কুয়াকাটা পায়রা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার যা তৈরি করেছিলাম, সব শেষ হয়ে গেছে। এত পর্যটক আসবে, তা বুঝতে পারি নাই।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা ‘টোয়াক’-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘দীর্ঘদিন পর এত বেশি পর্যটক দেখে ব্যবসায়ীরাও অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত সৈকতে পর্যটক থাকলে পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবে। ইতিমধ্যে কুয়াকাটার হোটেল-মোটেল-রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘পর্যটকের চাপ একটু বেশি রয়েছে। তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রত্যেকটি পর্যটন স্পটে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা।’

পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বিপুলসংখ্যক পর্যটক ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। পর্যটকের আগমনে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগত ব্যক্তিদের নিরাপত্তায় মাঠে তৎপর ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। হোটেল-মোটেল কর্তৃপক্ষের তথ্যমতে, গতকালই শতভাগ বুকিং হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল থেকে দেখা যায়, পর্যটকবাহী গাড়িতে কানায় কানায় পূর্ণ কুয়াকাটার পার্কিংগুলো। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘদিন পর্যটকশূন্য ছিল পর্যটন কেন্দ্র কুয়াকাটা। তবে আজ সকাল থেকে সৈকতে পর্যটকের পদচারণে মুখরিত হয়ে ওঠে। হালকা হিমেল বাতাসে আগত পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ-উন্মাদনায় মেতেছেন।
পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এ বছরের সবচেয়ে বেশি পর্যটক হয়েছে আজকে। খুলনা থেকে আসা দম্পতি সাদ-মুন্নু বলেন, ‘খুব অল্প সময়ে মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এখানকার পরিবেশ বেশ ভালোই লাগছে। যদিও এর আগে আমরা দুবার এসেছি। কুয়াকাটায় একসঙ্গে এত বেশি পর্যটক দেখে বেশ ভালোই লাগছে। তবে কুয়াকাটার রেস্টুরেন্টগুলোর খাবারের মান আরও ভালো করা দরকার।’
কুয়াকাটা পায়রা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার যা তৈরি করেছিলাম, সব শেষ হয়ে গেছে। এত পর্যটক আসবে, তা বুঝতে পারি নাই।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা ‘টোয়াক’-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘দীর্ঘদিন পর এত বেশি পর্যটক দেখে ব্যবসায়ীরাও অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত সৈকতে পর্যটক থাকলে পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবে। ইতিমধ্যে কুয়াকাটার হোটেল-মোটেল-রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘পর্যটকের চাপ একটু বেশি রয়েছে। তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রত্যেকটি পর্যটন স্পটে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা।’

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে