Ajker Patrika

এইচএসসি পরীক্ষা ২ মাস পেছানোর দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এইচএসসি পরীক্ষা ২ মাস পেছানোর দাবিতে বরিশালে বিক্ষোভ
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা ২ মাস পেছনোর দাবি জানায়।

এ ছাড়া এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা নেওয়ার দাবিও জানায় তারা। এ দাবিগুলোর পরিপ্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানায় শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, পরীক্ষা পেছানোসহ বেশ কিছু দাবি শিক্ষার্থীরা জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয় জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, সেই মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত