দৌলতখান (ভোলা) প্রতিনিধি

দৌলতখানে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় একই পরিবারের যমজ তিন ভাইবোন পেয়েছে জিপিএ-৫। তাই পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে। তিন ভাইবোন একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ায় এলাকায় চমক সৃষ্টি হয়েছে। তারা দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও বিবি ফাতেমার সন্তান।
জিপিএ ৫ প্রাপ্তরা হলেন-মিয়াদ হাসান (সান), মেহেদি হাসান ও মুশফিকা জাহান মুন। মিয়াদ হাসান ও মেহেদি হাসান দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়। মুশফিকা জাহান মুন ঢাকার ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে।
জানা যায়, এর আগেও ওই তিন ভাইবোন ২০১৩ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায়। যমজ দুই ভাই ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। মুশফিকা জাহান জেএসসি ও এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায়।
মুশফিকা জাহানের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার। মিয়াদ হাসানের ইঞ্জিনিয়ার ও মেহেদী হাসান পাইলট হতে চায়। তাঁদের এ সাফল্য অর্জন ও স্বপ্ন পূরণে বাবা-মা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। সন্তানদের স্বপ্ন পূরণ করতে সরকারের সহযোগিতা ও সকলের দোয়া কামনা করেন তাঁরা।
দৌলতখান সরকারি আবু আব্দুল্লা কলেজের অধ্যক্ষ গৌবিন্দ প্রসাদ সরকার বলেন, তারা খুবই ভালো শিক্ষার্থী। তারা তাদের মেধাকে কাজে লাগালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, যমজ তিন ভাইবোনের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। উচ্চশিক্ষার জন্য তাদের কোনো প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

দৌলতখানে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় একই পরিবারের যমজ তিন ভাইবোন পেয়েছে জিপিএ-৫। তাই পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে। তিন ভাইবোন একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ায় এলাকায় চমক সৃষ্টি হয়েছে। তারা দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও বিবি ফাতেমার সন্তান।
জিপিএ ৫ প্রাপ্তরা হলেন-মিয়াদ হাসান (সান), মেহেদি হাসান ও মুশফিকা জাহান মুন। মিয়াদ হাসান ও মেহেদি হাসান দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়। মুশফিকা জাহান মুন ঢাকার ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে।
জানা যায়, এর আগেও ওই তিন ভাইবোন ২০১৩ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায়। যমজ দুই ভাই ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। মুশফিকা জাহান জেএসসি ও এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায়।
মুশফিকা জাহানের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার। মিয়াদ হাসানের ইঞ্জিনিয়ার ও মেহেদী হাসান পাইলট হতে চায়। তাঁদের এ সাফল্য অর্জন ও স্বপ্ন পূরণে বাবা-মা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। সন্তানদের স্বপ্ন পূরণ করতে সরকারের সহযোগিতা ও সকলের দোয়া কামনা করেন তাঁরা।
দৌলতখান সরকারি আবু আব্দুল্লা কলেজের অধ্যক্ষ গৌবিন্দ প্রসাদ সরকার বলেন, তারা খুবই ভালো শিক্ষার্থী। তারা তাদের মেধাকে কাজে লাগালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, যমজ তিন ভাইবোনের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। উচ্চশিক্ষার জন্য তাদের কোনো প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২১ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে