খান রফিক, বরিশাল

বেহাত হয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্পত্তি। এরই মধ্যে সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের প্রায় ৪০ একর জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
বিএম কলেজের সম্পত্তি সংরক্ষণের জন্য একটি কমিটি রয়েছে। অথচ প্রাচীর ভেঙে নিয়মিত প্রতিষ্ঠানের সম্পত্তি বেহাত হলেও ওই কমিটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ রয়েছে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত মাপজোখ করে বেহাত সম্পত্তি উদ্ধার করা হোক।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের পুকুরের সীমানাদেয়াল ভেঙে চার-পাঁচ হাত জমি দখল করে নিয়েছেন স্থানীয় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। হলের পুকুরসংলগ্ন নিজের কেনা জায়গায় বাড়ি বানাতে গিয়ে তিনি এ কাজ করেছেন। কলেজের সম্পত্তি বেদখল হওয়ার এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবারের প্রাচীর ভাঙা সম্পর্কে ফজলুল হক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘ভবন করতে গিয়ে দেয়াল ভেঙে গেছে। তবে কলেজের জায়গা দখলের জন্য সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
এ বিষয়ে কলেজের সম্পত্তি সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহরিয়ার কিবরিয়া বলেন, ‘ফজলুল হক হলসংলগ্ন সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে বলে শুনেছি। যত দূর জানি, সম্পত্তি দখল হয়নি।’
শুধু ফজলুল হক হল এলাকা নয়, একই ধরনের ঘটনা ঘটেছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) ভবনের সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে এবং অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশে। গত শনিবারও বিএম কলেজ ক্যাম্পাস ঘুরে দুই ছাত্রাবাস ঘেঁষে বাড়ি নির্মাণ করতে দেখা গেছে। একই চিত্র চোখে পড়েছে জিরো পয়েন্টসংলগ্ন বাকসু ভবনের পুকুরের পশ্চিম পাশেও। তিনটি স্থানেই প্রাচীর ভেঙে কলেজের জায়গা দখল করে নিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগসংলগ্ন পুকুরের পশ্চিম পাশের ঘাটলার মাতৃমন্দির কোয়ার্টারসংলগ্ন প্রায় ১০ ফুট জমি বেদখল হয়ে গেছে।
কলেজের আবাসিক শিক্ষার্থীরা জানান, আশির দশকে কলেজের সীমানাপ্রাচীর দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় কয়েকটি স্থানের প্রাচীর ভেঙে অল্প অল্প জায়গা দখল করে নিয়েছেন প্রতিবেশীরা। মাস ছয়েক আগে অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে বাড়ি বানিয়েছেন এক ব্যক্তি। বাড়িটির সুয়ারেজ লাইন কলেজের ভেতরে চলে এসেছে। সিটি করপোরেশনের আইন না মেনে বাড়ি বানানোর কারণে এমনটি হয়েছে।
প্রতিষ্ঠানের সম্পত্তি বেদখল হওয়া নিয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, যাঁরা প্রাচীর ভেঙেছেন, তাঁদের নতুন করে প্রাচীর করে দিতে বলা হয়েছে। বাকসু ভবনসংলগ্ন ভূমিমালিকেরা ক্যাম্পাসের ভেতরে ঢুকছেন কি না, তা সিটি করপোরেশন নির্ধারণ করবে বলেও জানান তিনি।

বেহাত হয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্পত্তি। এরই মধ্যে সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের প্রায় ৪০ একর জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
বিএম কলেজের সম্পত্তি সংরক্ষণের জন্য একটি কমিটি রয়েছে। অথচ প্রাচীর ভেঙে নিয়মিত প্রতিষ্ঠানের সম্পত্তি বেহাত হলেও ওই কমিটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ রয়েছে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত মাপজোখ করে বেহাত সম্পত্তি উদ্ধার করা হোক।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের পুকুরের সীমানাদেয়াল ভেঙে চার-পাঁচ হাত জমি দখল করে নিয়েছেন স্থানীয় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। হলের পুকুরসংলগ্ন নিজের কেনা জায়গায় বাড়ি বানাতে গিয়ে তিনি এ কাজ করেছেন। কলেজের সম্পত্তি বেদখল হওয়ার এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবারের প্রাচীর ভাঙা সম্পর্কে ফজলুল হক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘ভবন করতে গিয়ে দেয়াল ভেঙে গেছে। তবে কলেজের জায়গা দখলের জন্য সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
এ বিষয়ে কলেজের সম্পত্তি সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহরিয়ার কিবরিয়া বলেন, ‘ফজলুল হক হলসংলগ্ন সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে বলে শুনেছি। যত দূর জানি, সম্পত্তি দখল হয়নি।’
শুধু ফজলুল হক হল এলাকা নয়, একই ধরনের ঘটনা ঘটেছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) ভবনের সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে এবং অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশে। গত শনিবারও বিএম কলেজ ক্যাম্পাস ঘুরে দুই ছাত্রাবাস ঘেঁষে বাড়ি নির্মাণ করতে দেখা গেছে। একই চিত্র চোখে পড়েছে জিরো পয়েন্টসংলগ্ন বাকসু ভবনের পুকুরের পশ্চিম পাশেও। তিনটি স্থানেই প্রাচীর ভেঙে কলেজের জায়গা দখল করে নিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগসংলগ্ন পুকুরের পশ্চিম পাশের ঘাটলার মাতৃমন্দির কোয়ার্টারসংলগ্ন প্রায় ১০ ফুট জমি বেদখল হয়ে গেছে।
কলেজের আবাসিক শিক্ষার্থীরা জানান, আশির দশকে কলেজের সীমানাপ্রাচীর দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় কয়েকটি স্থানের প্রাচীর ভেঙে অল্প অল্প জায়গা দখল করে নিয়েছেন প্রতিবেশীরা। মাস ছয়েক আগে অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে বাড়ি বানিয়েছেন এক ব্যক্তি। বাড়িটির সুয়ারেজ লাইন কলেজের ভেতরে চলে এসেছে। সিটি করপোরেশনের আইন না মেনে বাড়ি বানানোর কারণে এমনটি হয়েছে।
প্রতিষ্ঠানের সম্পত্তি বেদখল হওয়া নিয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, যাঁরা প্রাচীর ভেঙেছেন, তাঁদের নতুন করে প্রাচীর করে দিতে বলা হয়েছে। বাকসু ভবনসংলগ্ন ভূমিমালিকেরা ক্যাম্পাসের ভেতরে ঢুকছেন কি না, তা সিটি করপোরেশন নির্ধারণ করবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে