বরগুনা প্রতিনিধি

নিজ বাসায় খাতা এনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আমতলীর পৌর মেয়র মতিউর রহমানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়র মতিউর রহমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমতলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাসায় বসে মেয়র মতিউর রহমানের পরীক্ষা দেওয়ার খবর জানাজানি হয়ে পড়ে। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের একটি দল আমতলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে মেয়রকে দেখতে না পেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যায়। আমতলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানালেও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত হলে মেয়রের বাসায় বসে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খান বলেন, ‘খবর পাই মেয়র মতিউর রহমান তাঁর বাসায় বসে আমতলী সরকারি ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে কলেজে পরীক্ষাকেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার হলের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছে তাঁর বিষয়ে জানতে চাই। তখন তাঁরা বলেন, এ নামে কেউ রেজিস্ট্রেশন করেন নাই আবার পরীক্ষা দেবে কীভাবে। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ সাহেবের কাছে জানতে চাইলে প্রথমে তিনি তথ্য দিতে চাননি। পরে কাগজপত্র দেখে তিনি মেয়র মতিউর রহমানের হাজিরা খাতায় আমাদের সামনে অনুপস্থিত লিখে দেন।’
এ বিষয়ে জানতে চইলে মতিউর রহমান বলেন, ‘ঘটনার দিন আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসার কারণে আমি পরীক্ষা হলে যাইনি। তবে আমি বাড়ি থেকেও পরীক্ষায় অংশ নিইনি।’
এ নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ বলেন, ‘প্রথমে যখন তাঁরা আমার কাছে জানতে চেয়েছেন, তখন আমার জানা ছিল না যে মেয়র মহোদয় আমার এখান থেকে রেজিস্ট্রেশন করছেন। পরে কাগজপত্র যাচাই করে তাঁদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তিনি বাসায় খাতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এ রকম কোনো প্রমাণ পাইনি।’
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরগুনার উপ-আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, ‘এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

নিজ বাসায় খাতা এনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আমতলীর পৌর মেয়র মতিউর রহমানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়র মতিউর রহমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমতলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাসায় বসে মেয়র মতিউর রহমানের পরীক্ষা দেওয়ার খবর জানাজানি হয়ে পড়ে। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের একটি দল আমতলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে মেয়রকে দেখতে না পেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যায়। আমতলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানালেও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত হলে মেয়রের বাসায় বসে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খান বলেন, ‘খবর পাই মেয়র মতিউর রহমান তাঁর বাসায় বসে আমতলী সরকারি ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে কলেজে পরীক্ষাকেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার হলের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছে তাঁর বিষয়ে জানতে চাই। তখন তাঁরা বলেন, এ নামে কেউ রেজিস্ট্রেশন করেন নাই আবার পরীক্ষা দেবে কীভাবে। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ সাহেবের কাছে জানতে চাইলে প্রথমে তিনি তথ্য দিতে চাননি। পরে কাগজপত্র দেখে তিনি মেয়র মতিউর রহমানের হাজিরা খাতায় আমাদের সামনে অনুপস্থিত লিখে দেন।’
এ বিষয়ে জানতে চইলে মতিউর রহমান বলেন, ‘ঘটনার দিন আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসার কারণে আমি পরীক্ষা হলে যাইনি। তবে আমি বাড়ি থেকেও পরীক্ষায় অংশ নিইনি।’
এ নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ বলেন, ‘প্রথমে যখন তাঁরা আমার কাছে জানতে চেয়েছেন, তখন আমার জানা ছিল না যে মেয়র মহোদয় আমার এখান থেকে রেজিস্ট্রেশন করছেন। পরে কাগজপত্র যাচাই করে তাঁদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তিনি বাসায় খাতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এ রকম কোনো প্রমাণ পাইনি।’
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরগুনার উপ-আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, ‘এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১২ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৬ মিনিট আগে