প্রতিনিধি

বরিশাল: টানা দুই মাসের নিষেধাজ্ঞায় অভয়াশ্রমের জেলেরা নদীতে নামতে পারেননি। ওই সময় নানা কষ্টে দিন কাটিয়েছেন তারা। কিন্তু নিষেধাজ্ঞা শেষে মেঘনা, কালাবদর, কীর্তনখোলা নদীতে ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। জেলার ৭৮ হাজার জেলের মধ্যে ষষ্ট অভয়াশ্রমের ওপর নির্ভরশীল ৫০ হাজার। নদীতে ইলিশের আকালে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
মেঘনা ঘেরা মেহেন্দীগঞ্জের উলানীয়ার জেলে বদরুল ব্যাপারী জানান, তিন দিন ধরে নদীতে জাল ফেলে ইলিশের দেখা পাননি। ইলিশ যেন হাওয়া হয়ে গেছে। ইলিশ না পেলে দাদন মেটানো কঠিন হয়ে পড়বে।
মেহেন্দীগঞ্জ উপজেলা জেলে সমিতির সভাপতি আব্দুল জব্বার কানন বলেন, জেলেদের বিধিনিষেধের ওপরেই থাকতে হয় সারাবছর। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে এখন মেঘনায় ইলিশ পাওয়া যাচ্ছে না। সরকারি সহায়তাও বন্ধ।
মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, এই মৌসুমে এমনিতেই ইলিশ কম ধরা পড়ে। তাছাড়া এখনও বৃষ্টি সেই। ফলে বৈশাখ মাসের শেষভাগেও নদীতে জাল ফেলে মাছ পাচ্ছেন না জেলেরা। বৃষ্টি হলেই ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।
কেন ইলিশ মিলছে না এ প্রসঙ্গে বরিশাল মৎস্য অধিদপ্তরে কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার পর জাটকা ও ইলিশ সাগরের দিকে চলে যায়। বৃষ্টিরও দেখা মিলছে না। যে কারণে এখন ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অচিরেই ইলিশ ধরা পড়বে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুই মাসে ষষ্ট অভয়াশ্রমে নিষেধাজ্ঞার মধ্যে ৯১টি মোবাইল কোর্ট, ২৫৭টি অভিযান, মাছ জব্দ ৩৭ টন, জাল আটক ১৩ লাখ মিটার, মামলা ৩৭৯টি, জরিমানা ২ লাখ ৬৭ হাজার এবং কারাদণ্ড দেওয়া হয়েছে ৩০০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি হিজলায় জেল হয়েছে ১৭৬ জনের। এছাড়া মেহেন্দীগঞ্জে ৭৮ জনের এবং বরিশাল সদরে ৪৬ জনের জেল হয়েছে।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, এই সময়টায় ইলিশের পরিমান কম হয়। তবে এবছর ইলিশ উৎপাদন যেমনটা আশা করেছেন তার চেয়ে বেশি হবে। জেলায় এবার ৪২ হাজার টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। গত বছর ছিল ৩৯ হাজার টন।

বরিশাল: টানা দুই মাসের নিষেধাজ্ঞায় অভয়াশ্রমের জেলেরা নদীতে নামতে পারেননি। ওই সময় নানা কষ্টে দিন কাটিয়েছেন তারা। কিন্তু নিষেধাজ্ঞা শেষে মেঘনা, কালাবদর, কীর্তনখোলা নদীতে ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। জেলার ৭৮ হাজার জেলের মধ্যে ষষ্ট অভয়াশ্রমের ওপর নির্ভরশীল ৫০ হাজার। নদীতে ইলিশের আকালে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
মেঘনা ঘেরা মেহেন্দীগঞ্জের উলানীয়ার জেলে বদরুল ব্যাপারী জানান, তিন দিন ধরে নদীতে জাল ফেলে ইলিশের দেখা পাননি। ইলিশ যেন হাওয়া হয়ে গেছে। ইলিশ না পেলে দাদন মেটানো কঠিন হয়ে পড়বে।
মেহেন্দীগঞ্জ উপজেলা জেলে সমিতির সভাপতি আব্দুল জব্বার কানন বলেন, জেলেদের বিধিনিষেধের ওপরেই থাকতে হয় সারাবছর। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে এখন মেঘনায় ইলিশ পাওয়া যাচ্ছে না। সরকারি সহায়তাও বন্ধ।
মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, এই মৌসুমে এমনিতেই ইলিশ কম ধরা পড়ে। তাছাড়া এখনও বৃষ্টি সেই। ফলে বৈশাখ মাসের শেষভাগেও নদীতে জাল ফেলে মাছ পাচ্ছেন না জেলেরা। বৃষ্টি হলেই ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।
কেন ইলিশ মিলছে না এ প্রসঙ্গে বরিশাল মৎস্য অধিদপ্তরে কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার পর জাটকা ও ইলিশ সাগরের দিকে চলে যায়। বৃষ্টিরও দেখা মিলছে না। যে কারণে এখন ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অচিরেই ইলিশ ধরা পড়বে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুই মাসে ষষ্ট অভয়াশ্রমে নিষেধাজ্ঞার মধ্যে ৯১টি মোবাইল কোর্ট, ২৫৭টি অভিযান, মাছ জব্দ ৩৭ টন, জাল আটক ১৩ লাখ মিটার, মামলা ৩৭৯টি, জরিমানা ২ লাখ ৬৭ হাজার এবং কারাদণ্ড দেওয়া হয়েছে ৩০০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি হিজলায় জেল হয়েছে ১৭৬ জনের। এছাড়া মেহেন্দীগঞ্জে ৭৮ জনের এবং বরিশাল সদরে ৪৬ জনের জেল হয়েছে।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, এই সময়টায় ইলিশের পরিমান কম হয়। তবে এবছর ইলিশ উৎপাদন যেমনটা আশা করেছেন তার চেয়ে বেশি হবে। জেলায় এবার ৪২ হাজার টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। গত বছর ছিল ৩৯ হাজার টন।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩৪ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪১ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে