নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশের নৌপথ ঘুরে বেড়াচ্ছেন ২৮ জন বিদেশি নাগরিক। তাঁরা আজ বুধবার ভারতীয় অত্যাধুনিক জাহাজ ‘গঙ্গা বিলাস’ এ চড়ে বরিশালে পৌঁছেছেন। দক্ষিণাঞ্চলের দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তাঁরা। বিদেশি নাগরিকেরা বুধবার অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করেছেন। নগরের কীর্তনখোলা নদীতে নোঙর করা জাহাজটির নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।
টুরিস্ট পুলিশ জানায়, ভারত ও বাংলাদেশের যৌথ সহযোগিতায় ভারতীয় শিপিং কোম্পানির ‘গঙ্গা বিলাস’ নামক দ্বিতল জাহাজে গত ৩ জানুয়ারি এই বিদেশিরা ভ্রমণ শুরু করেন। তাঁদের ২৭ জন সুইজারল্যান্ড এবং ১ জন জার্মানির নাগরিক।
আজ বুধবার দুপুরে ভারতীয় নৌযান ‘গঙ্গা বিলাস’ বরিশালের কীর্তনখোলা নদী তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কের বিআইডব্লিউটিএর ঘাটে এসে পৌঁছায়। এ সময় বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, টুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ অতিথিদের স্বাগত জানান।
ভ্রমণে আসা সুইজারল্যান্ডের নাগরিক হ্যাহন্স ফ্রান্ক সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ চমৎকৃত করেছে তাঁদের। এই ভ্রমণের অনুভূতি অসাধারণ।’
টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশি এই নাগরিকদের দলটি বরিশালের অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করেছেন। রাতে বরিশালে অবস্থান করে সকালে পিরোজপুর জেলার স্বরূপকাঠি ও উজিরপুরের ভাসমান সবজির হাট পর্যবেক্ষণ করবেন।’
নৌপুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ তাদের নিরাপত্তায় কাজ করছে।’
আরও পড়ুন:

বাংলাদেশের নৌপথ ঘুরে বেড়াচ্ছেন ২৮ জন বিদেশি নাগরিক। তাঁরা আজ বুধবার ভারতীয় অত্যাধুনিক জাহাজ ‘গঙ্গা বিলাস’ এ চড়ে বরিশালে পৌঁছেছেন। দক্ষিণাঞ্চলের দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তাঁরা। বিদেশি নাগরিকেরা বুধবার অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করেছেন। নগরের কীর্তনখোলা নদীতে নোঙর করা জাহাজটির নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।
টুরিস্ট পুলিশ জানায়, ভারত ও বাংলাদেশের যৌথ সহযোগিতায় ভারতীয় শিপিং কোম্পানির ‘গঙ্গা বিলাস’ নামক দ্বিতল জাহাজে গত ৩ জানুয়ারি এই বিদেশিরা ভ্রমণ শুরু করেন। তাঁদের ২৭ জন সুইজারল্যান্ড এবং ১ জন জার্মানির নাগরিক।
আজ বুধবার দুপুরে ভারতীয় নৌযান ‘গঙ্গা বিলাস’ বরিশালের কীর্তনখোলা নদী তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কের বিআইডব্লিউটিএর ঘাটে এসে পৌঁছায়। এ সময় বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, টুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ অতিথিদের স্বাগত জানান।
ভ্রমণে আসা সুইজারল্যান্ডের নাগরিক হ্যাহন্স ফ্রান্ক সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ চমৎকৃত করেছে তাঁদের। এই ভ্রমণের অনুভূতি অসাধারণ।’
টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশি এই নাগরিকদের দলটি বরিশালের অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করেছেন। রাতে বরিশালে অবস্থান করে সকালে পিরোজপুর জেলার স্বরূপকাঠি ও উজিরপুরের ভাসমান সবজির হাট পর্যবেক্ষণ করবেন।’
নৌপুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ তাদের নিরাপত্তায় কাজ করছে।’
আরও পড়ুন:

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে