উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলায় জমির বিরোধ নিয়ে ঝগড়ার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের চিত্ত দত্ত (৬০) ও আব্দুল হক (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে চিত্ত দত্তের বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে পুকুর ও ভিটাবাড়িসহ ৮০ শতাংশ জমি আবুল সরদার ও আব্দুল হক সরদার গং কেনেন। সেই জমির পুকুরপাড়ের কিছু অংশ থেকে চিত্ত দত্ত লোকজন নিয়ে গতকাল সকালে গাছ কেটে নিয়ে যান। কেন গাছ কাটা হয়েছে এ বিষয় নিয়ে সন্ধ্যায় চিত্ত দত্তের ছোট ভাই শুভংকরের কাছে জানতে চাইলে প্রথমে আব্দুল হকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চিত্ত দত্ত চলে এলে তাঁদের সঙ্গে আবুল সরদার ও আব্দুল হক গংদের হাতাহাতি হয়। এ সময় হঠাৎ চিত্ত দত্ত অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আব্দুল হকও অসুস্থ হন। পরে স্থানীয়রা তাঁদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিত্ত দত্ত ও আব্দুল হককে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাকিব হোসেন বলেন, মৃতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
উজিরপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমির গাছ কাটা নিয়ে ঝগড়া করতে গিয়ে উভয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বরিশালের উজিরপুর উপজেলায় জমির বিরোধ নিয়ে ঝগড়ার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের চিত্ত দত্ত (৬০) ও আব্দুল হক (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে চিত্ত দত্তের বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে পুকুর ও ভিটাবাড়িসহ ৮০ শতাংশ জমি আবুল সরদার ও আব্দুল হক সরদার গং কেনেন। সেই জমির পুকুরপাড়ের কিছু অংশ থেকে চিত্ত দত্ত লোকজন নিয়ে গতকাল সকালে গাছ কেটে নিয়ে যান। কেন গাছ কাটা হয়েছে এ বিষয় নিয়ে সন্ধ্যায় চিত্ত দত্তের ছোট ভাই শুভংকরের কাছে জানতে চাইলে প্রথমে আব্দুল হকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চিত্ত দত্ত চলে এলে তাঁদের সঙ্গে আবুল সরদার ও আব্দুল হক গংদের হাতাহাতি হয়। এ সময় হঠাৎ চিত্ত দত্ত অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আব্দুল হকও অসুস্থ হন। পরে স্থানীয়রা তাঁদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিত্ত দত্ত ও আব্দুল হককে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাকিব হোসেন বলেন, মৃতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
উজিরপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমির গাছ কাটা নিয়ে ঝগড়া করতে গিয়ে উভয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৮ মিনিট আগে
পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে