নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভবনের নকশা অনুমোদনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সড়ক পরিদর্শন শাখার পরিদর্শক সাজ্জাদ হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অপর দিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেড লাইসেন্স তত্ত্বাবধায়ক আজিজুর রহমান শাহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিদর্শক সাজ্জাদকে করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছারের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিসিসির প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, পরিদর্শক সাজ্জাদ নগরের ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে ভবনের নকশা নিয়মবহির্ভূতভাবে পাস করিয়ে দেওয়ার নামে একাধিক বাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নেন। এ ঘটনায় এক বাড়ির মালিক বিসিসি প্রশাসকের কাছে অভিযোগ দেন। ওই ঘটনার জেরে তাঁকে ওএসডি করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের সাবেক এক জনপ্রতিনিধির অভিযোগ, সাজ্জাদ পুকুরের মধ্যেও ভবন নির্মাণের নকশা অনুমোদন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ জন্য এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ।
সূত্র আরও জানায়, তত্ত্বাবধায়ক আজিজুরকে কোরবানির ঈদের আগে বিসিসির ট্রেড লাইসেন্স কার্যক্রম অনলাইন পদ্ধতিতে নেওয়ার নির্দেশ দেন প্রশাসক রায়হান। কিন্তু তা সম্পন্ন না করায় সেবাগ্রহীতারা বিপাকে পড়েন। তা ছাড়া সম্প্রতি প্রশাসক নগরীতে খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্নকাজে জোর দেন। এ জন্য বিভিন্ন দপ্তর থেকে কর্মচারীদের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত করতে বলা হয়। তত্ত্বাবধায়ক আজিজুরসহ তাঁর বিভাগের আরেক কর্মচারী এ ক্ষেত্রে কয়েকজন নারীকে এই কাজে যুক্ত করান। এসব কারণে শোকজ করা হয় তাঁকে।
বিসিসির প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী আবুবকর সিদ্দিক জানিয়েছেন, আজিজুরকে শোকজ করার পাশাপাশি ট্রেড লাইসেন্স শাখার আরেক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

ভবনের নকশা অনুমোদনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সড়ক পরিদর্শন শাখার পরিদর্শক সাজ্জাদ হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অপর দিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেড লাইসেন্স তত্ত্বাবধায়ক আজিজুর রহমান শাহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিদর্শক সাজ্জাদকে করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছারের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিসিসির প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, পরিদর্শক সাজ্জাদ নগরের ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে ভবনের নকশা নিয়মবহির্ভূতভাবে পাস করিয়ে দেওয়ার নামে একাধিক বাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নেন। এ ঘটনায় এক বাড়ির মালিক বিসিসি প্রশাসকের কাছে অভিযোগ দেন। ওই ঘটনার জেরে তাঁকে ওএসডি করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের সাবেক এক জনপ্রতিনিধির অভিযোগ, সাজ্জাদ পুকুরের মধ্যেও ভবন নির্মাণের নকশা অনুমোদন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ জন্য এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ।
সূত্র আরও জানায়, তত্ত্বাবধায়ক আজিজুরকে কোরবানির ঈদের আগে বিসিসির ট্রেড লাইসেন্স কার্যক্রম অনলাইন পদ্ধতিতে নেওয়ার নির্দেশ দেন প্রশাসক রায়হান। কিন্তু তা সম্পন্ন না করায় সেবাগ্রহীতারা বিপাকে পড়েন। তা ছাড়া সম্প্রতি প্রশাসক নগরীতে খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্নকাজে জোর দেন। এ জন্য বিভিন্ন দপ্তর থেকে কর্মচারীদের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত করতে বলা হয়। তত্ত্বাবধায়ক আজিজুরসহ তাঁর বিভাগের আরেক কর্মচারী এ ক্ষেত্রে কয়েকজন নারীকে এই কাজে যুক্ত করান। এসব কারণে শোকজ করা হয় তাঁকে।
বিসিসির প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী আবুবকর সিদ্দিক জানিয়েছেন, আজিজুরকে শোকজ করার পাশাপাশি ট্রেড লাইসেন্স শাখার আরেক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে