Ajker Patrika

ঘুষ ও দায়িত্বে অবহেলা: বিসিসির পরিদর্শককে ওএসডি, তত্ত্বাবধায়ককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঘুষ ও দায়িত্বে অবহেলা: বিসিসির পরিদর্শককে ওএসডি, তত্ত্বাবধায়ককে শোকজ
বিসিসির অভিযুক্ত দুই কর্মকর্তা। ছবি: সংগৃহীত

ভবনের নকশা অনুমোদনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সড়ক পরিদর্শন শাখার পরিদর্শক সাজ্জাদ হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অপর দিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেড লাইসেন্স তত্ত্বাবধায়ক আজিজুর রহমান শাহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিদর্শক সাজ্জাদকে করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছা‌রের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিসিসির প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, পরিদর্শক সাজ্জাদ নগরের ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে ভবনের নকশা নিয়মবহির্ভূতভাবে পাস করিয়ে দেওয়ার নামে একাধিক বাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নেন। এ ঘটনায় এক বাড়ির মালিক বিসিসি প্রশাসকের কাছে অভিযোগ দেন। ওই ঘটনার জেরে তাঁকে ওএসডি করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের সাবেক এক জনপ্রতিনিধির অভিযোগ, সাজ্জাদ পুকুরের মধ্যেও ভবন নির্মাণের নকশা অনুমোদন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ জন্য এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ।

সূত্র আরও জানায়, তত্ত্বাবধায়ক আজিজুরকে কোরবানির ঈদের আগে বিসিসির ট্রেড লাইসেন্স কার্যক্রম অনলাইন পদ্ধতিতে নেওয়ার নির্দেশ দেন প্রশাসক রায়হান। কিন্তু তা সম্পন্ন না করায় সেবাগ্রহীতারা বিপাকে পড়েন। তা ছাড়া সম্প্রতি প্রশাসক নগরী‌তে খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্নকাজে জোর দেন। এ জন্য বিভিন্ন দপ্তর থেকে কর্মচারীদের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত করতে বলা হয়। তত্ত্বাবধায়ক আজিজুরসহ তাঁর বিভাগের আরেক কর্মচারী এ ক্ষেত্রে কয়েকজন নারীকে এই কাজে যুক্ত করান। এসব কারণে শোকজ করা হয় তাঁকে।

বিসিসির প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী আবুবকর সিদ্দিক জানিয়েছেন, আজিজুরকে শোকজ করার পাশাপাশি ট্রেড লাইসেন্স শাখার আরেক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত