নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এবং অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিসির পদত্যাগের দাবিতে ববিতে যে আন্দোলন চলছিল তাতে সমর্থন ছিল শিক্ষক-কর্মকর্তাদের একাংশেরও। তাঁর পদত্যাগের দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে গতকাল বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে সোমবার রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এ কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল বিকেল পর্যন্ত উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে থাকা ৫ শিক্ষক পদত্যাগ করেন। এরপর গতকাল বিকেলে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকেও এই অবরোধ চলছিল। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নতুন ভিসি রাবি থেকে
শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মাঝেই গতকাল সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভিসি অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদের সরে যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম রাব্বানী নিজেই। তিনি জানান, ববির ওই পদে তিনি আর থাকছেন না।
এদিকে প্রজ্ঞাপন জারির পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আনন্দ মিছিল করেছেন তাঁরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এবং অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিসির পদত্যাগের দাবিতে ববিতে যে আন্দোলন চলছিল তাতে সমর্থন ছিল শিক্ষক-কর্মকর্তাদের একাংশেরও। তাঁর পদত্যাগের দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে গতকাল বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে সোমবার রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এ কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল বিকেল পর্যন্ত উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে থাকা ৫ শিক্ষক পদত্যাগ করেন। এরপর গতকাল বিকেলে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকেও এই অবরোধ চলছিল। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নতুন ভিসি রাবি থেকে
শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মাঝেই গতকাল সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভিসি অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদের সরে যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম রাব্বানী নিজেই। তিনি জানান, ববির ওই পদে তিনি আর থাকছেন না।
এদিকে প্রজ্ঞাপন জারির পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আনন্দ মিছিল করেছেন তাঁরা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে