নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদিকুল আরেফিনসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে স্বপদে বহাল না করায় বিচারপতি বিশ্বমাধব চক্রবর্তী এবং বিচারপতি মো. আলী রেজার দ্বৈত বেঞ্চ গত ৯ আগস্ট এই রুল জারি করেন।
অন্য যে দুজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তাঁরা হলেন ববির ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার। এ আদেশের সার্টিফায়েড কপি পাওয়ার তথ্য আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন রিট আবেদনকারী মনিরুল ইসলাম।
চাকরিচ্যুত রেজিস্ট্রার মনিরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন দোলন আজকের পত্রিকাকে বলেন, গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়। এ আদেশ কেন ববি উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার লঙ্ঘন করছেন তা জানতে রুল জারি করেন আদালতের দ্বৈত বেঞ্চ। তা ছাড়া হাইকোর্টের আদেশ যে লঙ্ঘন করা হয়েছে, এর দায়ে কেন উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, চার সপ্তাহের মধ্যে এর জবাব চাওয়া হয়।
অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন আরও বলেন, চাকরিচ্যুত রেজিস্ট্রার মনিরুল ইসলামকে স্বপদে বহালের উচ্চ আদালতের আদেশের পর গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পেছনের তারিখ দেখিয়ে তাঁকে যে সাময়িক বরখাস্ত এবং শোকজ নোটিশ দিয়েছে, তাও ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, চাকরিচ্যুত রেজিস্ট্রারের স্বপদে বহাল হওয়ার বিষয়ে উচ্চ আদালত একটি আদেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে রুল জারির নির্দেশনা অফিশিয়ালি তিনি এখনো হাতে পাননি।
ববি উপাচার্য ড. ছাদেকুল আরেফিনকে এ বিষয়ে জানতে চেয়ে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ এপ্রিল নৈতিক স্খলনের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরিচ্যুত করেন। এর বিরুদ্ধে ওই বছরই তিনি রিট করেন। গত ৪ ফেব্রুয়ারি মনিরুলকে স্বপদে বহাল করতে ববি উপাচার্যকে নির্দেশ দেন হাইকোর্ট।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদিকুল আরেফিনসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে স্বপদে বহাল না করায় বিচারপতি বিশ্বমাধব চক্রবর্তী এবং বিচারপতি মো. আলী রেজার দ্বৈত বেঞ্চ গত ৯ আগস্ট এই রুল জারি করেন।
অন্য যে দুজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তাঁরা হলেন ববির ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার। এ আদেশের সার্টিফায়েড কপি পাওয়ার তথ্য আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন রিট আবেদনকারী মনিরুল ইসলাম।
চাকরিচ্যুত রেজিস্ট্রার মনিরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন দোলন আজকের পত্রিকাকে বলেন, গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়। এ আদেশ কেন ববি উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার লঙ্ঘন করছেন তা জানতে রুল জারি করেন আদালতের দ্বৈত বেঞ্চ। তা ছাড়া হাইকোর্টের আদেশ যে লঙ্ঘন করা হয়েছে, এর দায়ে কেন উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, চার সপ্তাহের মধ্যে এর জবাব চাওয়া হয়।
অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন আরও বলেন, চাকরিচ্যুত রেজিস্ট্রার মনিরুল ইসলামকে স্বপদে বহালের উচ্চ আদালতের আদেশের পর গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পেছনের তারিখ দেখিয়ে তাঁকে যে সাময়িক বরখাস্ত এবং শোকজ নোটিশ দিয়েছে, তাও ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, চাকরিচ্যুত রেজিস্ট্রারের স্বপদে বহাল হওয়ার বিষয়ে উচ্চ আদালত একটি আদেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে রুল জারির নির্দেশনা অফিশিয়ালি তিনি এখনো হাতে পাননি।
ববি উপাচার্য ড. ছাদেকুল আরেফিনকে এ বিষয়ে জানতে চেয়ে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ এপ্রিল নৈতিক স্খলনের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরিচ্যুত করেন। এর বিরুদ্ধে ওই বছরই তিনি রিট করেন। গত ৪ ফেব্রুয়ারি মনিরুলকে স্বপদে বহাল করতে ববি উপাচার্যকে নির্দেশ দেন হাইকোর্ট।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে