নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে ধারণ করা তাঁদের রাত্রি যাপনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়।
অভিযোগ পেয়ে পুলিশ হোটেলের কর্মী জাহিদ ও শাহীন হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দায়ের হওয়া মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ের একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে তাঁদের রাত্রি যাপনের দৃশ্য ধারণ করে এক হোটেলকর্মী। গতকাল হোটেলকর্মী জাহিদ গিয়ে ওই গৃহবধূকে জানান, তাঁদের ভিডিও শাহীন হাওলাদার নামে এক যুবকের কাছে তিনি দেখেছে।
এমন খবর শুনে রাতে হোটেলে ছুটে যান গৃহবধূ। পরে শাহীন হোটেলে এসে জানায় ভিডিওটি যে মোবাইলে রাখা সেটি বাসায় রেখে এসেছেন। এরপর গৃহবধূকে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় শাহীন।
পরে ভিডিওটি ডিলিট করতে ওই গৃহবধূকে তাঁর বাসায় যাওয়ার কথা বলেন তিনি। এরপর গৃহবধূকে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকার একটি বাড়া বাসায় নিয়ে যায় শাহীন। সেখানে একটি রুমে আটকে কয়েকজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
সেখান থেকে কোনোমতে ফিরে পুলিশে খবর দেন ভুক্তভোগী। পরে বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের হলে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁরা হলেন শাহীন হাওলাদার, শাহ আলম, সবুজ হাওলাদার, মিঠু ও জাহিদ। জাহিদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে এবং বাকিদের বাড়ি উজিরপুরে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গতকাল রাত ১০টা থেকে ১১টায় ওই নারীকে ধর্ষণ করে। রাতেই গৃহবধূ এসে অভিযোগ দিলে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে ধারণ করা তাঁদের রাত্রি যাপনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়।
অভিযোগ পেয়ে পুলিশ হোটেলের কর্মী জাহিদ ও শাহীন হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দায়ের হওয়া মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ের একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে তাঁদের রাত্রি যাপনের দৃশ্য ধারণ করে এক হোটেলকর্মী। গতকাল হোটেলকর্মী জাহিদ গিয়ে ওই গৃহবধূকে জানান, তাঁদের ভিডিও শাহীন হাওলাদার নামে এক যুবকের কাছে তিনি দেখেছে।
এমন খবর শুনে রাতে হোটেলে ছুটে যান গৃহবধূ। পরে শাহীন হোটেলে এসে জানায় ভিডিওটি যে মোবাইলে রাখা সেটি বাসায় রেখে এসেছেন। এরপর গৃহবধূকে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় শাহীন।
পরে ভিডিওটি ডিলিট করতে ওই গৃহবধূকে তাঁর বাসায় যাওয়ার কথা বলেন তিনি। এরপর গৃহবধূকে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকার একটি বাড়া বাসায় নিয়ে যায় শাহীন। সেখানে একটি রুমে আটকে কয়েকজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
সেখান থেকে কোনোমতে ফিরে পুলিশে খবর দেন ভুক্তভোগী। পরে বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের হলে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁরা হলেন শাহীন হাওলাদার, শাহ আলম, সবুজ হাওলাদার, মিঠু ও জাহিদ। জাহিদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে এবং বাকিদের বাড়ি উজিরপুরে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গতকাল রাত ১০টা থেকে ১১টায় ওই নারীকে ধর্ষণ করে। রাতেই গৃহবধূ এসে অভিযোগ দিলে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৩২ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩৪ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে