নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।
জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ১ অক্টোবর ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে প্রক্টরের এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. রাহাত হোসাইন আজকের পত্রিকাকে বলে, তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ববি ভিসি অধ্যাপক ড. সুচীতা শরমিন ঘনিষ্ঠ সহচর হওয়ায় বিতর্কিত ড. কলিমুল্লাহকে ববির বিভিন্ন কমিটিতে রাখেন। ড. কলিমুল্লাহ ইস্যুতে ক্ষুব্ধ ববির ছাত্র, শিক্ষক কর্মকর্তারা। এদিকে গত মঙ্গলবার ববির নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন।
এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয় তুলে ধরেন ছাত্ররা। মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে আবু হেনা মোস্তফা কামাল খান ক্যাম্পাসে এসে যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের বাধার কারণে তিনি রাতে যোগদান করতে পারেননি। বুধবার সকালে এ নিয়ে নতুন ট্রেজারারকে ঠেকাতে ছাত্র শিক্ষকেরা ক্যাম্পাসে অবস্থান নেন।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, প্রক্টর সাড়ে ১২টার দিকে ২ লাইনের পদত্যাগপত্র দিয়েছেন। আর নতুন ট্রেজারার বুধবার দুপুর পর্যন্ত যোগদান করতে পারেননি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।
জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ১ অক্টোবর ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে প্রক্টরের এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. রাহাত হোসাইন আজকের পত্রিকাকে বলে, তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ববি ভিসি অধ্যাপক ড. সুচীতা শরমিন ঘনিষ্ঠ সহচর হওয়ায় বিতর্কিত ড. কলিমুল্লাহকে ববির বিভিন্ন কমিটিতে রাখেন। ড. কলিমুল্লাহ ইস্যুতে ক্ষুব্ধ ববির ছাত্র, শিক্ষক কর্মকর্তারা। এদিকে গত মঙ্গলবার ববির নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন।
এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয় তুলে ধরেন ছাত্ররা। মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে আবু হেনা মোস্তফা কামাল খান ক্যাম্পাসে এসে যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের বাধার কারণে তিনি রাতে যোগদান করতে পারেননি। বুধবার সকালে এ নিয়ে নতুন ট্রেজারারকে ঠেকাতে ছাত্র শিক্ষকেরা ক্যাম্পাসে অবস্থান নেন।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, প্রক্টর সাড়ে ১২টার দিকে ২ লাইনের পদত্যাগপত্র দিয়েছেন। আর নতুন ট্রেজারার বুধবার দুপুর পর্যন্ত যোগদান করতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে