নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।
জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ১ অক্টোবর ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে প্রক্টরের এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. রাহাত হোসাইন আজকের পত্রিকাকে বলে, তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ববি ভিসি অধ্যাপক ড. সুচীতা শরমিন ঘনিষ্ঠ সহচর হওয়ায় বিতর্কিত ড. কলিমুল্লাহকে ববির বিভিন্ন কমিটিতে রাখেন। ড. কলিমুল্লাহ ইস্যুতে ক্ষুব্ধ ববির ছাত্র, শিক্ষক কর্মকর্তারা। এদিকে গত মঙ্গলবার ববির নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন।
এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয় তুলে ধরেন ছাত্ররা। মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে আবু হেনা মোস্তফা কামাল খান ক্যাম্পাসে এসে যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের বাধার কারণে তিনি রাতে যোগদান করতে পারেননি। বুধবার সকালে এ নিয়ে নতুন ট্রেজারারকে ঠেকাতে ছাত্র শিক্ষকেরা ক্যাম্পাসে অবস্থান নেন।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, প্রক্টর সাড়ে ১২টার দিকে ২ লাইনের পদত্যাগপত্র দিয়েছেন। আর নতুন ট্রেজারার বুধবার দুপুর পর্যন্ত যোগদান করতে পারেননি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।
জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ১ অক্টোবর ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে প্রক্টরের এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. রাহাত হোসাইন আজকের পত্রিকাকে বলে, তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ববি ভিসি অধ্যাপক ড. সুচীতা শরমিন ঘনিষ্ঠ সহচর হওয়ায় বিতর্কিত ড. কলিমুল্লাহকে ববির বিভিন্ন কমিটিতে রাখেন। ড. কলিমুল্লাহ ইস্যুতে ক্ষুব্ধ ববির ছাত্র, শিক্ষক কর্মকর্তারা। এদিকে গত মঙ্গলবার ববির নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন।
এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয় তুলে ধরেন ছাত্ররা। মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে আবু হেনা মোস্তফা কামাল খান ক্যাম্পাসে এসে যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের বাধার কারণে তিনি রাতে যোগদান করতে পারেননি। বুধবার সকালে এ নিয়ে নতুন ট্রেজারারকে ঠেকাতে ছাত্র শিক্ষকেরা ক্যাম্পাসে অবস্থান নেন।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, প্রক্টর সাড়ে ১২টার দিকে ২ লাইনের পদত্যাগপত্র দিয়েছেন। আর নতুন ট্রেজারার বুধবার দুপুর পর্যন্ত যোগদান করতে পারেননি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে