নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাত ৮টার পর বরিশাল নগরীর বেলস্ পার্কে স্কুল-কলেজের কোনো শিক্ষার্থীরা থাকতে পারবে না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক সদস্য বেলস্ পার্কে অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগ উঠালে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, বাবুগঞ্জের মীরগঞ্জের ফেরিঘাটের ইজারা বাতিল করা হবে। এ জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলাজুড়ে মাদকের ব্যাপারে অভিযান চলছে।
সভা সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১১৯টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি করে ডাকাতি, দস্যুতা ও ধর্ষণের ঘটনা রয়েছে। খুন দুটি, সিঁধেল চুরি তিনটি, চুরি আটটি, নারী নির্যাতন সাতটি, অপহরণ দুটি, মাদকদ্রব্য ৩৩টি, শিশু নির্যাতন তিনটি এবং অন্যান্য অপরাধ ৫৮টি।
অন্যদিকে জেলার ১০ উপজেলায় ১৬৫টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি করে ডাকাতি, খুন, সিঁধেল চুরি, চুরি ছয়টি, নারী নির্যাতন ১৪টি, মাদকদ্রব্য ৩২টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, ধর্ষণ ছয়টি এবং অন্যান্য অপরাধ ১০২টি।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির সভায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাত ৮টার পর বরিশাল নগরীর বেলস্ পার্কে স্কুল-কলেজের কোনো শিক্ষার্থীরা থাকতে পারবে না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক সদস্য বেলস্ পার্কে অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগ উঠালে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, বাবুগঞ্জের মীরগঞ্জের ফেরিঘাটের ইজারা বাতিল করা হবে। এ জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলাজুড়ে মাদকের ব্যাপারে অভিযান চলছে।
সভা সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১১৯টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি করে ডাকাতি, দস্যুতা ও ধর্ষণের ঘটনা রয়েছে। খুন দুটি, সিঁধেল চুরি তিনটি, চুরি আটটি, নারী নির্যাতন সাতটি, অপহরণ দুটি, মাদকদ্রব্য ৩৩টি, শিশু নির্যাতন তিনটি এবং অন্যান্য অপরাধ ৫৮টি।
অন্যদিকে জেলার ১০ উপজেলায় ১৬৫টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি করে ডাকাতি, খুন, সিঁধেল চুরি, চুরি ছয়টি, নারী নির্যাতন ১৪টি, মাদকদ্রব্য ৩২টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, ধর্ষণ ছয়টি এবং অন্যান্য অপরাধ ১০২টি।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির সভায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৪ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৮ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে