Ajker Patrika

শিক্ষার্থীদের বাধায় যোগ দিতে পারলেন না বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২৩: ৩১
সোমবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সোমবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষা বোর্ডে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করায় সচিব ড. ফাতেমা হেরেন যোগ দিতে পারেননি।

বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। তাঁরা ড. ফাতেমাকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে সচিব হিসেবে নিয়োগের আদেশ বাতিলের দাবি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ড চেয়ারম্যান বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছেন।

এর আগে ড. ফাতেমা হেরেন বিএম কলেজের উপাধ্যক্ষ পদে যোগদানের চেষ্টা করলেও ছাত্রদের বাধায় বাতিল হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুবিন বলেন, ড. ফাতেমা হেরেন ইসলামবিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর। তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তখন আমরা তাঁকে প্রতিহত করেছি। বোর্ডে আবার সচিব হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বোর্ড চেয়ারম্যানকে বলেছি, ড. হেরেনের আদেশ বাতিল করতে হবে।

তিনি জানান, বোর্ডের চেয়ারম্যান তাঁদের সামনে ফোনকল করে ড. হেরেনকে বলেছেন, তাঁর নির্দেশনা ছাড়া যেন তিনি বোর্ডে না আসেন। শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনারকেও জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ছাত্র সমন্বয়কেরা তাঁর কার্যালয়ে এসেছিলেন। তাঁরা সদ্য নিয়োগ পাওয়া সচিব ড. ফাতেমা হেরেনের আদেশ বাতিলের দাবি তুলেছেন। তিনি ছাত্রদের এ দাবি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জানিয়েছেন।

বোর্ড চেয়ারম্যান আরও বলেন, ড. ফাতেমা এখন পর্যন্ত যোগদান করতে আসেননি। তবে তাঁকে ফোনকল করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত