নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির ৷ আজ রোববার প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
হুমায়ূন কবির বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শতভাগ আমাদের নিয়ন্ত্রণে আছে ৷ আমরা আশা করছি, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব। আমি সম্মানিত ভোটারদের আহ্বান জানাব, আপনারা আসুন ভোটকেন্দ্রে। আপনাদের যে নাগরিক অধিকার আছে, সেটি প্রয়োগ করুন। আপনাদের যে পরিবেশ দরকার, সেটি আমরা নিশ্চিত করব ৷ সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
ভোট পরিচালনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ সদস্য তৎপর আছেন। ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তাছাড়া ১০ জন এক্সিকিউটিভ ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালন করবে বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।
কালোটাকা ছড়ানোর অভিযোগ তুলছেন কিছু প্রার্থী—এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, ‘আপনাদের মাধ্যমেই বিষয়টা জানতে পারলাম। প্রার্থীরা আমাদের কাছে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেব।’
নির্বাচনের দিন ভোট উৎসবের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে হুমায়ূন কবির বলেন, ‘ভোট উৎসবের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আমরা মনে করি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। কারণ, সম্মানিত প্রার্থীদের সঙ্গে আমি কথা বলেছি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও আমরা কথা বলেছি। নির্বাচনের প্রচারে যে আচরণবিধি ছিল, সেটা পালনে প্রার্থীরা ইতিবাচক সারা পেয়েছি। এটার ভিত্তিতে আমরা আশা করছি যে, ওনারা আমাদের সহযোগিতা করবেন। আমি আশা করছি, গাজীপুরের মতো বরিশালের নির্বাচনও মডেল নির্বাচন হবে।’
ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-কর্মী এখনো বরিশালে অবস্থান করছেন। তাঁদের ব্যাপারে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে তাঁদের তাৎক্ষণিকভাবে বরিশাল ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির ৷ আজ রোববার প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
হুমায়ূন কবির বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শতভাগ আমাদের নিয়ন্ত্রণে আছে ৷ আমরা আশা করছি, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব। আমি সম্মানিত ভোটারদের আহ্বান জানাব, আপনারা আসুন ভোটকেন্দ্রে। আপনাদের যে নাগরিক অধিকার আছে, সেটি প্রয়োগ করুন। আপনাদের যে পরিবেশ দরকার, সেটি আমরা নিশ্চিত করব ৷ সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
ভোট পরিচালনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ সদস্য তৎপর আছেন। ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তাছাড়া ১০ জন এক্সিকিউটিভ ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালন করবে বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।
কালোটাকা ছড়ানোর অভিযোগ তুলছেন কিছু প্রার্থী—এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, ‘আপনাদের মাধ্যমেই বিষয়টা জানতে পারলাম। প্রার্থীরা আমাদের কাছে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেব।’
নির্বাচনের দিন ভোট উৎসবের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে হুমায়ূন কবির বলেন, ‘ভোট উৎসবের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আমরা মনে করি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। কারণ, সম্মানিত প্রার্থীদের সঙ্গে আমি কথা বলেছি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও আমরা কথা বলেছি। নির্বাচনের প্রচারে যে আচরণবিধি ছিল, সেটা পালনে প্রার্থীরা ইতিবাচক সারা পেয়েছি। এটার ভিত্তিতে আমরা আশা করছি যে, ওনারা আমাদের সহযোগিতা করবেন। আমি আশা করছি, গাজীপুরের মতো বরিশালের নির্বাচনও মডেল নির্বাচন হবে।’
ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-কর্মী এখনো বরিশালে অবস্থান করছেন। তাঁদের ব্যাপারে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে তাঁদের তাৎক্ষণিকভাবে বরিশাল ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
১০ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৯ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে