Ajker Patrika

সড়কের পাশে পড়ে ছিলেন পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সড়কের পাশে পড়ে ছিলেন পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারীকে। ছবি: আজকের পত্রিকা

বরিশালে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যাসিডদগ্ধ এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানার তালুকদারহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর নাম মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর নাম মশিউর। তাঁদের শ্বশুরবাড়ি ভোলায় হলেও মারিয়ার বাবার বাড়ি বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।

হাসপাতাল সূত্র জানায়, ভুক্তভোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে অ্যাসিডদগ্ধের আলামত রয়েছে এবং চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ভোরে তালুকদারহাট এলাকার কিছু ব্যবসায়ী সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত