আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মিথ্যা যৌন হয়রানি মামলা করায় বাদী শিখা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে আমতলীর সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানির অভিযোগ এনে পৌর কাউন্সিলর মো. জান্নাতুল ফেরদৌসের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামি ফেরদৌসের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৬ বছর মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় থাকলেও একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়নি। পরে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামি জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদৌসকে নারী শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেয়।
চলতি বছর ২ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিখা রানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে পুলিশ শিখা রানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। আজ পুলিশ তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. নাহিদ হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মো. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানি করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দেয়। পরে বিচারক বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় আমি বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শিখা রানীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বরগুনার আমতলীতে মিথ্যা যৌন হয়রানি মামলা করায় বাদী শিখা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে আমতলীর সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানির অভিযোগ এনে পৌর কাউন্সিলর মো. জান্নাতুল ফেরদৌসের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামি ফেরদৌসের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৬ বছর মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় থাকলেও একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়নি। পরে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামি জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদৌসকে নারী শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেয়।
চলতি বছর ২ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিখা রানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে পুলিশ শিখা রানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। আজ পুলিশ তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. নাহিদ হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মো. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানি করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দেয়। পরে বিচারক বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় আমি বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শিখা রানীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৮ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১৩ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
২ ঘণ্টা আগে