নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরে জমির মালিকেরা ২০২০ সালের প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে ভবনের নকশার অনুমোদন চান। আর সিটি করপোরেশন অনুমোদন দিচ্ছে ১৯৯৬ সালের বিধিমালা অনুসারে। এ নিয়ে দ্বন্দ্ব বেড়েছে জমির মালিক ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে। এর জেরে সমাবেশ করতে গিয়ে সিটি করপোরেশনের কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগও উঠেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ হয়েছে।
১৯৯৬ সালের বিধিমালা অনুসারে, বরিশাল নগরে কোনো বাড়ির মালিককে ৪ তলা ভবন করতে হলে সামনের ১০ ফুট রাস্তার পর ১০ ফুট জায়গা ছেড়ে দিতে হবে। এ শর্ত না মানলে ভবনের নকশা অনুমোদন দিচ্ছে না সিটি করপোরেশন (বিসিসি)। আর ২০২০ সালের বিধিমালা অনুসারে, জায়গা কম ছাড়তে হয়। এ কারণে জমির মালিকেরা নতুন বিধিমালায় ভবনের নকশার অনুমোদন চান। তাঁদের প্রশ্ন, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালা ২০২০ অনুযায়ী নকশা অনুমোদন দিয়েছিলেন। সরকার পরিবর্তনের পর পুরোনো বিধিমালায় ফিরে যেতে হলো কেন? আবার নকশা অনুমোদনে নতুন বিধিমালায় ফি নেওয়া হচ্ছে কেন?
এই ইমারত বিধিমালা-সংক্রান্ত জটিলতার কারণে গত ২ বছরে প্রায় ১ হাজার ৬০০-এর বেশি ভবনের নকশা আটকে রয়েছে। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের বিগত ৫ মাসে প্রশাসক প্ল্যান অনুমোদন দিয়েছেন ৯৫টি।
এদিকে নকশা অনুমোদনে জটিলতা ও হয়রানি নিরসনে ২ মাস ধরে আন্দোলন করে আসছে বরিশাল নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। নগর ভবনের সামনে গতকাল সমাবেশ করতে চেয়েছিল তারা। এই সমাবেশের প্রস্তুতি হিসেবে সোমবার রাতে নগর ভবনের আশপাশে মাইক বাঁধতে গেলে করপোরেশনের স্টাফরা তিনজনকে মারধর করেন।
জানতে চাইলে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্যসচিব আবু সালেহ বলেন, শত শত বাড়ির মালিকের প্ল্যান আটকে রয়েছে। ১৯৯৬ সালের বিধিমালা অনুযায়ী, একজন বাড়ির মালিকের যদি ৫ শতাংশ জমি থাকে সেখানে রাস্তা থেকে ১০ ফুট ছেড়ে দিয়ে কী করে ভবন করবেন?
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, দেড়-দুই বছরে দেড় হাজারের মতো ভবনের নকশা স্থগিত আছে। ১৯৯৬ সালের বিধিমালা ছাড়া নকশা অনুমোদনের সুযোগ নেই।
বরিশাল নগরের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বাসদের সদস্যসচিব মনীষা চক্রবর্তী বলেন, নাগরিক আন্দোলন চায় সবশেষ যে নিয়ম ছিল, সেটাই যাতে চালু থাকে। তবে বিসিসির প্রশাসক ১৯৯৬ সালের বিধিমালা অনুযায়ী প্ল্যান দিচ্ছেন। অথচ তাঁরা ফি নিচ্ছেন ২০২০ সালের বিধিমালায়। তিনি একা কোনো নিয়ম চাপিয়ে দিলে নগরবাসী মেনে নেবেন না।

বরিশাল নগরে জমির মালিকেরা ২০২০ সালের প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে ভবনের নকশার অনুমোদন চান। আর সিটি করপোরেশন অনুমোদন দিচ্ছে ১৯৯৬ সালের বিধিমালা অনুসারে। এ নিয়ে দ্বন্দ্ব বেড়েছে জমির মালিক ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে। এর জেরে সমাবেশ করতে গিয়ে সিটি করপোরেশনের কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগও উঠেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ হয়েছে।
১৯৯৬ সালের বিধিমালা অনুসারে, বরিশাল নগরে কোনো বাড়ির মালিককে ৪ তলা ভবন করতে হলে সামনের ১০ ফুট রাস্তার পর ১০ ফুট জায়গা ছেড়ে দিতে হবে। এ শর্ত না মানলে ভবনের নকশা অনুমোদন দিচ্ছে না সিটি করপোরেশন (বিসিসি)। আর ২০২০ সালের বিধিমালা অনুসারে, জায়গা কম ছাড়তে হয়। এ কারণে জমির মালিকেরা নতুন বিধিমালায় ভবনের নকশার অনুমোদন চান। তাঁদের প্রশ্ন, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালা ২০২০ অনুযায়ী নকশা অনুমোদন দিয়েছিলেন। সরকার পরিবর্তনের পর পুরোনো বিধিমালায় ফিরে যেতে হলো কেন? আবার নকশা অনুমোদনে নতুন বিধিমালায় ফি নেওয়া হচ্ছে কেন?
এই ইমারত বিধিমালা-সংক্রান্ত জটিলতার কারণে গত ২ বছরে প্রায় ১ হাজার ৬০০-এর বেশি ভবনের নকশা আটকে রয়েছে। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের বিগত ৫ মাসে প্রশাসক প্ল্যান অনুমোদন দিয়েছেন ৯৫টি।
এদিকে নকশা অনুমোদনে জটিলতা ও হয়রানি নিরসনে ২ মাস ধরে আন্দোলন করে আসছে বরিশাল নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। নগর ভবনের সামনে গতকাল সমাবেশ করতে চেয়েছিল তারা। এই সমাবেশের প্রস্তুতি হিসেবে সোমবার রাতে নগর ভবনের আশপাশে মাইক বাঁধতে গেলে করপোরেশনের স্টাফরা তিনজনকে মারধর করেন।
জানতে চাইলে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্যসচিব আবু সালেহ বলেন, শত শত বাড়ির মালিকের প্ল্যান আটকে রয়েছে। ১৯৯৬ সালের বিধিমালা অনুযায়ী, একজন বাড়ির মালিকের যদি ৫ শতাংশ জমি থাকে সেখানে রাস্তা থেকে ১০ ফুট ছেড়ে দিয়ে কী করে ভবন করবেন?
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, দেড়-দুই বছরে দেড় হাজারের মতো ভবনের নকশা স্থগিত আছে। ১৯৯৬ সালের বিধিমালা ছাড়া নকশা অনুমোদনের সুযোগ নেই।
বরিশাল নগরের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বাসদের সদস্যসচিব মনীষা চক্রবর্তী বলেন, নাগরিক আন্দোলন চায় সবশেষ যে নিয়ম ছিল, সেটাই যাতে চালু থাকে। তবে বিসিসির প্রশাসক ১৯৯৬ সালের বিধিমালা অনুযায়ী প্ল্যান দিচ্ছেন। অথচ তাঁরা ফি নিচ্ছেন ২০২০ সালের বিধিমালায়। তিনি একা কোনো নিয়ম চাপিয়ে দিলে নগরবাসী মেনে নেবেন না।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৫ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৯ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২১ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৪ মিনিট আগে