বরিশালের উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে দিয়ে উঠতে নিষেধ করায় প্রধান শিক্ষককে টেটা দিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও শিক্ষার্থীরা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাতফেরি শেষে শহীদ বেদিতে জুতা নিয়ে উঠতে শিক্ষার্থীদের নিষেধ করেন প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সরদার। শিক্ষকের নির্দেশ অমান্য করে জুতা নিয়ে শহীদ বেদিতে জুতা নিয়ে উঠে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। এ সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ওই শিক্ষার্থীকে বকাঝকা করে এবং থাপ্পড় দিয়ে শহীদ বেদি থেকে নামিয়ে দেন। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের বাইরে টেঁটা নিয়ে অপেক্ষা করেন ওই ছাত্র। পরে শিক্ষক বাইরে বের হলে সে টেটা দিয়ে তাঁকে ধাওয়ার করে।
মোজাম্মেল হোসেন অভিযোগ করেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়িতে যাওয়ার জন্য বিদ্যালয় থেকে বের হন। এ সময় ওই শিক্ষার্থী তাঁর ওপর হামলা করার জন্য টেঁটা নিয়ে ধাওয়া করে। তিনি আত্মরক্ষার জন্য দৌড়ে এসে বিদ্যালয়ের নিজ কক্ষে ঢুকে পড়েন। এ সময় ওই ছাত্র কক্ষের বাইরে অপেক্ষা করতে থাকলে মোজাম্মেল হোসেন অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের খবর দিলে তাঁরা বিদ্যালয়ে এসে তাঁকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে পলাতক আছে ওই ছাত্র।
অভিযুক্ত শিক্ষার্থীর বাবা বলেন, ‘ছেলের আচরণে আমি লজ্জিত। স্যারদের (শিক্ষকদের) যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেব।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুন খান জানান, একজন ছাত্রের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামীকাল বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান কিরোন তালুকদার জানান, এ ঘটনা জানতে পেরে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে