Ajker Patrika

১৯ জুন থেকে বরিশালে আবারও টিকা প্রদান কার্যক্রম শুরু

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ৪৩
১৯ জুন থেকে বরিশালে আবারও টিকা প্রদান কার্যক্রম শুরু

বরিশাল: বরিশালে নতুন করে এসে পৌঁছেছে ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আগামী ১৯ জুন থেকে টিকা প্রদান কার্যক্রম আবার শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মো. মনোয়ার হোসেন।

সিভিল সার্জন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্যাকসিনবাহী গাড়ি ঢাকা থেকে রওনা হয় এবং আজ ভোর রাতেই বরিশাল এসে পৌঁছেছে। আমরা ভ্যাকসিন রিসিভ করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিন প্রথম ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

সিভিল সার্জন আরও বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৬৬ বক্সের প্রতিটিতে ৬০০ ডোজ করে ভ্যাকসিন রয়েছে। যারা রেজিস্ট্রেশন করেছে তাঁদের সিরিয়াল অনুযায়ী মোবাইলে এসএমএস পাঠানো হবে। আশা করছি ১৯ জুন থেকে কার্যক্রম শুরু করা যাবে।

ভ্যাকসিন গ্রহণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনসহ বাকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রায় এক মাস ধরে বন্ধ আছে বরিশালে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। করোনার ভ্যাকসিন শেষ হওয়ার কারণে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত