নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সংগঠনের সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাত পৌনে ১২টায় নগরের আমানতগঞ্জ এলাকায় সদস্যসচিব ইলিয়াস হোসেনের বাসার সামনে এ ঘটনা ঘটে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা বলেও অভিযোগ উঠেছে।
একই এলাকার বাসিন্দা সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, ‘হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শেখ রহিমকে উদ্ধার করি।’
শেখ আব্দুর রহিম বলেন, ‘আমি সভাপতি নির্বাচন করব। আমাকে ঠেকাতে ভুয়া ভোটার করা হচ্ছে। সব কাগজপত্র বাসায় নিয়ে ঘষামাজা ও পেছনের তারিখ দেখিয়ে এসব করা হচ্ছে। রোববার রাতে ইলিয়াসের বাসায় এই কার্যক্রম চলাকালে খবর পেয়ে ওই বাসায় যাই। তখন চাঁন ও ইলিয়াস তাদের বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করেছে।’
অভিযোগের বিষয় জানতে চাইলে ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম রাতে আমার বাসায় ঢুকে সংগঠনের নিবন্ধন খাতাসহ আরও কাগজপত্র ছিনিয়ে ইজিবাইকে উঠে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাঁকে মারধর করেছে।’
ইলিয়াস আরও বলেন, শেখ আব্দুর রহিম সংগঠনের পদ দখলে নিতে চান। তার বিভিন্ন হুমকির কারণে নিবন্ধিতসহ যাবতীয় কাগজপত্র বাসায় এনে সাংগঠনিক কাজ করতে হয়।
চেম্বারের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘রোববার রাতে সদস্যসচিবের বাসায় সাবেক সভাপতি রহিম যাওয়ার পর সেখানে ঝামেলা হয়েছে বলে শুনেছি।’
প্রসঙ্গত, আগামী ৬ জানুয়ারি বরিশাল চেম্বার অব কমার্সের নির্বাচন করার প্রস্তুতি চলছে। শেখ আব্দুর রহিম ওয়ান ইলেভেন সরকারের সময়ে সভাপতি ছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন মানিককে আহ্বায়ক ও ইলিয়াস হোসেনকে সদস্যসচিব করে বরিশাল চেম্বারের নতুন নেতৃত্ব গঠন করা হয়।

বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সংগঠনের সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাত পৌনে ১২টায় নগরের আমানতগঞ্জ এলাকায় সদস্যসচিব ইলিয়াস হোসেনের বাসার সামনে এ ঘটনা ঘটে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা বলেও অভিযোগ উঠেছে।
একই এলাকার বাসিন্দা সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, ‘হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শেখ রহিমকে উদ্ধার করি।’
শেখ আব্দুর রহিম বলেন, ‘আমি সভাপতি নির্বাচন করব। আমাকে ঠেকাতে ভুয়া ভোটার করা হচ্ছে। সব কাগজপত্র বাসায় নিয়ে ঘষামাজা ও পেছনের তারিখ দেখিয়ে এসব করা হচ্ছে। রোববার রাতে ইলিয়াসের বাসায় এই কার্যক্রম চলাকালে খবর পেয়ে ওই বাসায় যাই। তখন চাঁন ও ইলিয়াস তাদের বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করেছে।’
অভিযোগের বিষয় জানতে চাইলে ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম রাতে আমার বাসায় ঢুকে সংগঠনের নিবন্ধন খাতাসহ আরও কাগজপত্র ছিনিয়ে ইজিবাইকে উঠে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাঁকে মারধর করেছে।’
ইলিয়াস আরও বলেন, শেখ আব্দুর রহিম সংগঠনের পদ দখলে নিতে চান। তার বিভিন্ন হুমকির কারণে নিবন্ধিতসহ যাবতীয় কাগজপত্র বাসায় এনে সাংগঠনিক কাজ করতে হয়।
চেম্বারের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘রোববার রাতে সদস্যসচিবের বাসায় সাবেক সভাপতি রহিম যাওয়ার পর সেখানে ঝামেলা হয়েছে বলে শুনেছি।’
প্রসঙ্গত, আগামী ৬ জানুয়ারি বরিশাল চেম্বার অব কমার্সের নির্বাচন করার প্রস্তুতি চলছে। শেখ আব্দুর রহিম ওয়ান ইলেভেন সরকারের সময়ে সভাপতি ছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন মানিককে আহ্বায়ক ও ইলিয়াস হোসেনকে সদস্যসচিব করে বরিশাল চেম্বারের নতুন নেতৃত্ব গঠন করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১৮ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে