Ajker Patrika

পলাতক ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামের সোহাগ ফরাজির ঘরে মালামাল লুট করা হয়।

সোহাগ ফরাজি ওই গ্রামের আবুল কালাম ফরাজির ছেলে এবং সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি গত ৫ আগস্টের পর সপরিবারে এলাকা ছেড়েছেন বলে জানান স্থানীয়রা।

সোহাগ ফরাজির এক প্রতিবেশী জানান, গতকাল রাত ৯টার দিকে ১৫-১৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা সোহাগ ফরাজির পাকা ভবনের তালা ভেঙে খাট, আলমারি, টিভি, ফ্রিজসহ সব মালামাল নিয়ে যায়। পরে বিষয়টি মোবাইল ফোনে সোহাগকে জানানো হয়।

ছাত্রলীগ নেতা সোহাগ ফরাজি বলেন, পূর্বশত্রুতার জেরধরে দুর্বৃত্তরা তালা ভেঙে স্বর্ণালংকারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় সফিপুর পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনে জানানো হয়েছে।

সফিপুর পুলিশ ফাঁড়ি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘লুটের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত