নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে ২৬ মে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। মূলত সিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিতে নেতা কর্মীদের করণীয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ উপস্থিত থাকবেন। তবে ভাতিজা বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ থাকবেন কিনা তা জানা যায়নি।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান প্রবীণ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ। বর্ধিত সভাটি জেলার গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে হবে।
এদিকে, নগর আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্ধিত সভায় মেয়র সাদিকের থাকার সম্ভাবনা কম। কারণ তিনি আসলে তার অনুসারীরা হট্টগোল বাধাতে পারেন। তা ছাড়া নির্বাচনী আচরণবিধির কথাও তারা ভাবছেন। যে কারণে ভোট শেষে মেয়র সাদিক বরিশালে আসুক এমনটাই চান দলের শীর্ষ নেতারা।
বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘আগামী ২৬ মে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কর্মপরিকল্পনা ঠিক করতে ওই দিন গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে এ সভা হবে। সেখানে নৌকার প্রার্থীও থাকবেন।’
তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী কেন্দ্রীয় টিম লিডার আবুল হাসানাত আব্দুল্লাহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সভা ডাকছেন।’ সভায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ থাকবেন কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কে থাকবে কিংবা না থাকবে তা এখনই বোঝা যাবে না। যাদের দাওয়াত করব তারা উপস্থিত থাকবেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরে ২৬ মে প্রতীক বরাদ্দ হবে। অফিশিয়ালি ওই দিনই প্রচারণা শুরু হওয়ায় আমরা প্রার্থীকে নিয়ে বর্ধিত সভা করব।’
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুর করিম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা প্রার্থীকে নিয়ে ব্যস্ত। বর্ধিত সভার বিষয়টা কেন্দ্র দেখবে।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, তিনি বর্ধিত সভার কিছুই জানেন না।
উল্লেখ, গত ৪ এপ্রিল বরিশাল ছেড়ে রাজধানী ঢাকাতে উঠেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এর মধ্যে তিনি আজমির শরিফও যান। গত ১৫ এপ্রিল আওয়ামী লীগ বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দেন চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে। সেই থেকে নগরে আর ফেরেননি মেয়র।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে ২৬ মে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। মূলত সিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিতে নেতা কর্মীদের করণীয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ উপস্থিত থাকবেন। তবে ভাতিজা বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ থাকবেন কিনা তা জানা যায়নি।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান প্রবীণ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ। বর্ধিত সভাটি জেলার গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে হবে।
এদিকে, নগর আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্ধিত সভায় মেয়র সাদিকের থাকার সম্ভাবনা কম। কারণ তিনি আসলে তার অনুসারীরা হট্টগোল বাধাতে পারেন। তা ছাড়া নির্বাচনী আচরণবিধির কথাও তারা ভাবছেন। যে কারণে ভোট শেষে মেয়র সাদিক বরিশালে আসুক এমনটাই চান দলের শীর্ষ নেতারা।
বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘আগামী ২৬ মে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কর্মপরিকল্পনা ঠিক করতে ওই দিন গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে এ সভা হবে। সেখানে নৌকার প্রার্থীও থাকবেন।’
তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী কেন্দ্রীয় টিম লিডার আবুল হাসানাত আব্দুল্লাহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সভা ডাকছেন।’ সভায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ থাকবেন কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কে থাকবে কিংবা না থাকবে তা এখনই বোঝা যাবে না। যাদের দাওয়াত করব তারা উপস্থিত থাকবেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরে ২৬ মে প্রতীক বরাদ্দ হবে। অফিশিয়ালি ওই দিনই প্রচারণা শুরু হওয়ায় আমরা প্রার্থীকে নিয়ে বর্ধিত সভা করব।’
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুর করিম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা প্রার্থীকে নিয়ে ব্যস্ত। বর্ধিত সভার বিষয়টা কেন্দ্র দেখবে।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, তিনি বর্ধিত সভার কিছুই জানেন না।
উল্লেখ, গত ৪ এপ্রিল বরিশাল ছেড়ে রাজধানী ঢাকাতে উঠেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এর মধ্যে তিনি আজমির শরিফও যান। গত ১৫ এপ্রিল আওয়ামী লীগ বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দেন চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে। সেই থেকে নগরে আর ফেরেননি মেয়র।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে