দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অনুমতি ছাড়া নলখোলা বন্দরে উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়টির মাঠে পাশে জৈনপুরি খানকা ও হাফিজি মাদ্রাসা নামের আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
আজ রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার দশমিনা ইউনিয়নের নলখোলা বন্দরে উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম চললেও বেলা ৩টা থেকে মাঠে কোরবানির পশু আসতে থাকে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে জৈনপুর হুজুরের খানকা এবং একটি হাফিজের মাদ্রাসা পাশাপাশি রয়েছে। এই মাঠে বিকেলে মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে। কিন্তু সেই মাঠে এক থেকে দেড় হাজার গরু মাঠে দেখা যায়। এসব পশুর মল-মূত্রের গন্ধে শিক্ষার্থী ও শিক্ষকেরা চরম দুর্ভোগে পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু করার নেই। বেলা ২টা থেকে দেখছি, মাঠে গরু আসছে। পরে জানতে পারি, কোরবানির পশু বিক্রির জন্য গরুগুলো নিয়ে আসা হয়েছে। বিদ্যালয়ের মাঠে পশুর হাট এটা কোনোভাবে মানা যায় না। এই মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ও দুপুরে টিফিনের সময়ে দৌড়াদৌড়ি করে থাকে। যে পরিমাণ গরু এসেছে, এসবের মল-মূত্রে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। শিক্ষার্থীরা দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসতে পারবে না।’
দশমিনার হাট ইজারাদার ও দশমিনা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জহির প্যাদা বলেন, ‘৫৪ লাখ টাকা দিয়ে দশমিনার হাট ইজারা নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় জায়গা না দিলে কী করব? সামনে কোরবানির ঈদ। এ সময় গরু বিক্রি না হলে আমার লোকসানে পড়তে হবে। তাই এখানে পশুর হাট বসাতে বাধ্য হয়েছি। ইউএনও জায়গা দিলে সেখানেই পশুর হাট বসবে।’
দশমিনার ইউএনও ইরতিজা হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পটুয়াখালীতে একটি সভায় আছি। তাঁদের (ইজারাদারদের) স্কুল মাঠে পশুর হাট বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। বিনা অনুমতিতে পশুর হাট বসালে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অনুমতি ছাড়া নলখোলা বন্দরে উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়টির মাঠে পাশে জৈনপুরি খানকা ও হাফিজি মাদ্রাসা নামের আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
আজ রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার দশমিনা ইউনিয়নের নলখোলা বন্দরে উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম চললেও বেলা ৩টা থেকে মাঠে কোরবানির পশু আসতে থাকে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে জৈনপুর হুজুরের খানকা এবং একটি হাফিজের মাদ্রাসা পাশাপাশি রয়েছে। এই মাঠে বিকেলে মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে। কিন্তু সেই মাঠে এক থেকে দেড় হাজার গরু মাঠে দেখা যায়। এসব পশুর মল-মূত্রের গন্ধে শিক্ষার্থী ও শিক্ষকেরা চরম দুর্ভোগে পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু করার নেই। বেলা ২টা থেকে দেখছি, মাঠে গরু আসছে। পরে জানতে পারি, কোরবানির পশু বিক্রির জন্য গরুগুলো নিয়ে আসা হয়েছে। বিদ্যালয়ের মাঠে পশুর হাট এটা কোনোভাবে মানা যায় না। এই মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ও দুপুরে টিফিনের সময়ে দৌড়াদৌড়ি করে থাকে। যে পরিমাণ গরু এসেছে, এসবের মল-মূত্রে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। শিক্ষার্থীরা দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসতে পারবে না।’
দশমিনার হাট ইজারাদার ও দশমিনা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জহির প্যাদা বলেন, ‘৫৪ লাখ টাকা দিয়ে দশমিনার হাট ইজারা নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় জায়গা না দিলে কী করব? সামনে কোরবানির ঈদ। এ সময় গরু বিক্রি না হলে আমার লোকসানে পড়তে হবে। তাই এখানে পশুর হাট বসাতে বাধ্য হয়েছি। ইউএনও জায়গা দিলে সেখানেই পশুর হাট বসবে।’
দশমিনার ইউএনও ইরতিজা হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পটুয়াখালীতে একটি সভায় আছি। তাঁদের (ইজারাদারদের) স্কুল মাঠে পশুর হাট বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। বিনা অনুমতিতে পশুর হাট বসালে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে