নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ সোমবার দুপুরে বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যান্যারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে–
১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে
২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে
৩. অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে
৪. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে
৫. ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে;
৬. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বি ফার্মসহ সব অনুষদের বি. এস. সি ও এম. এস. সি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, বিভিন্ন সময়ে যে বৈষম্যের শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যের শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেছি আমরা। সেই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের ও কথা বলছি, তা না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি আমরা।
গতকাল দুপুরে নগরের চাঁদমারী মোড়েও বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী অবরোধ চলে।

বরিশালে ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ সোমবার দুপুরে বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যান্যারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে–
১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে
২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে
৩. অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে
৪. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে
৫. ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে;
৬. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বি ফার্মসহ সব অনুষদের বি. এস. সি ও এম. এস. সি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, বিভিন্ন সময়ে যে বৈষম্যের শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যের শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেছি আমরা। সেই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের ও কথা বলছি, তা না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি আমরা।
গতকাল দুপুরে নগরের চাঁদমারী মোড়েও বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী অবরোধ চলে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১১ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৩ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৪ মিনিট আগে