নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ সোমবার দুপুরে বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যান্যারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে–
১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে
২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে
৩. অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে
৪. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে
৫. ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে;
৬. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বি ফার্মসহ সব অনুষদের বি. এস. সি ও এম. এস. সি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, বিভিন্ন সময়ে যে বৈষম্যের শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যের শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেছি আমরা। সেই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের ও কথা বলছি, তা না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি আমরা।
গতকাল দুপুরে নগরের চাঁদমারী মোড়েও বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী অবরোধ চলে।

বরিশালে ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ সোমবার দুপুরে বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যান্যারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে–
১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে
২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে
৩. অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে
৪. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে
৫. ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে;
৬. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বি ফার্মসহ সব অনুষদের বি. এস. সি ও এম. এস. সি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, বিভিন্ন সময়ে যে বৈষম্যের শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যের শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেছি আমরা। সেই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের ও কথা বলছি, তা না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি আমরা।
গতকাল দুপুরে নগরের চাঁদমারী মোড়েও বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী অবরোধ চলে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে