আমতলী (বরগুনা) প্রতিনিধি

অবশেষে আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই দুই শিক্ষক নতুন স্কুলে রোববারই (২৭ আগস্ট) যোগদান করেছেন। এতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা অনেকেই শিক্ষক দম্পতির বদলিতে খুশি হওয়ার কথা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুননাহার সিদ্দিকা নিরু দম্পতির মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। তাঁরা বিদ্যালয় এসে প্রায়ই মারামারি করেন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।
শিক্ষক দম্পতির এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিল শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়াই বন্ধ করে দেয়।
অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তদন্তে সত্যতা পান। পরে ওই দুই শিক্ষককে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে (প্রেষণ) বদলি করা হয়।
রোববার শিক্ষক সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছেন।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সফিউল আলম বলেন, ‘ওই শিক্ষক দম্পতিকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে বদলি করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগ দিয়েছেন।’

অবশেষে আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই দুই শিক্ষক নতুন স্কুলে রোববারই (২৭ আগস্ট) যোগদান করেছেন। এতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা অনেকেই শিক্ষক দম্পতির বদলিতে খুশি হওয়ার কথা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুননাহার সিদ্দিকা নিরু দম্পতির মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। তাঁরা বিদ্যালয় এসে প্রায়ই মারামারি করেন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।
শিক্ষক দম্পতির এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিল শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়াই বন্ধ করে দেয়।
অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তদন্তে সত্যতা পান। পরে ওই দুই শিক্ষককে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে (প্রেষণ) বদলি করা হয়।
রোববার শিক্ষক সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছেন।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সফিউল আলম বলেন, ‘ওই শিক্ষক দম্পতিকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে বদলি করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগ দিয়েছেন।’

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১২ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৬ মিনিট আগে