বিশেষ প্রতিনিধি, বরিশাল থেকে

আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইকবাল হোসেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
ইকবাল হোসেন বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছে, যা বরিশালবাসীর চোখে ধরা পড়ছে।
তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে বিনীত অনুরোধ করব, তিনি যেন বিষয়টি লক্ষ রাখেন। আর যারা এই দৌড়ঝাঁপ করছেন, তাঁদের বলব আপনারা জনগণের বিপক্ষে যাবেন না। জনগণের বিপক্ষে গেলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না।’
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, ‘দুবার লিখিত অভিযোগ দিয়েছি। কোনো উত্তর পাইনি। এখন পর্যন্ত এজেন্ট দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হইনি। তবে টুকিটাকি বাধা-ভয়ভীতি দেখানো হচ্ছে। ’
সিটি করপোরেশনের বর্ধিত এলাকার বিষয়ে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, বর্ধিত এলাকা এখনো গ্রাম। সিটি করপোরেশন হয়নি। শুধু শুধু লোকজনের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এই এলাকার আমূল পরিবর্তন করতে দরকার একটি মহাপরিকল্পনা এবং অর্থ। নির্বাচিত হলে মহাপরিকল্পনা করে সে অনুযায়ী টাকার সংস্থান করা হবে।
প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন। প্রচার শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২টায়। শেষ সময়েও বরিশালে মেয়র পদে আলোচনায় থাকা চার প্রার্থীর প্রচারে রয়েছে ভিন্নতা। কোনো প্রার্থী প্রচারে সরব, পোস্টার-মাইকিংয়ে ক্ষণে ক্ষণে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। আবার কোনো প্রার্থী অনেকটা চুপিসারে ভোটারদের কাছে যাচ্ছেন।

আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইকবাল হোসেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
ইকবাল হোসেন বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছে, যা বরিশালবাসীর চোখে ধরা পড়ছে।
তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে বিনীত অনুরোধ করব, তিনি যেন বিষয়টি লক্ষ রাখেন। আর যারা এই দৌড়ঝাঁপ করছেন, তাঁদের বলব আপনারা জনগণের বিপক্ষে যাবেন না। জনগণের বিপক্ষে গেলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না।’
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, ‘দুবার লিখিত অভিযোগ দিয়েছি। কোনো উত্তর পাইনি। এখন পর্যন্ত এজেন্ট দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হইনি। তবে টুকিটাকি বাধা-ভয়ভীতি দেখানো হচ্ছে। ’
সিটি করপোরেশনের বর্ধিত এলাকার বিষয়ে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, বর্ধিত এলাকা এখনো গ্রাম। সিটি করপোরেশন হয়নি। শুধু শুধু লোকজনের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এই এলাকার আমূল পরিবর্তন করতে দরকার একটি মহাপরিকল্পনা এবং অর্থ। নির্বাচিত হলে মহাপরিকল্পনা করে সে অনুযায়ী টাকার সংস্থান করা হবে।
প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন। প্রচার শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২টায়। শেষ সময়েও বরিশালে মেয়র পদে আলোচনায় থাকা চার প্রার্থীর প্রচারে রয়েছে ভিন্নতা। কোনো প্রার্থী প্রচারে সরব, পোস্টার-মাইকিংয়ে ক্ষণে ক্ষণে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। আবার কোনো প্রার্থী অনেকটা চুপিসারে ভোটারদের কাছে যাচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
২ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
১৬ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
২৮ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে