দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভোলার দৌলতখানে টানা বৃষ্টিতে শত শত হেক্টর জমির আমন ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। নুয়ে পড়া গাছগুলোর নিচেই জমে আছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি সরানো না গেলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে বলে হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের আমন ধান ও রবি ফসলের খেতে গিয়ে দেখা যায়, অসময়ের টানা বৃষ্টির কারণে রবি ফসলের খেতে বৃষ্টির পানি জমে আছে।
পৌরসভার কৃষক মো. নুর ছলেমান বলেন, ‘বৃষ্টির কারণে গাছ থেকে অনেক ধান মাটিতে পড়ে গেছে। তাই এই বৃষ্টিতে খেতের অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে। এমনিতেই আমরা কৃষিকাজ করে লোকসানে আছি। তবে, এবার আমন ধানের ছড়া দেখে লোকসানের কথা ভুলে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে ঝড়বৃষ্টির কারণে চাষাবাদের খরচের ধার-দেনা কাটিয়ে উঠতে পারব না।’
এলাকার অন্যান্য কৃষকেরা বলেন, টানা বৃষ্টিতে আমন ধান, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, বেগুন, কাঁচা মরিচ, লালশাক, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের রবি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আর্থিকভাবে অনেকে লোকসানে পড়বে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. সুমন হাওলাদার বলেন, চলতি মৌসুমে দৌলতখানে ১৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এ মৌসুমে আবাদ হয়েছে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ বছর শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ছিল ৭৫০ হেক্টর জমিতে। এবার ২৫০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তবে এই অসময়ের বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। ক্ষতির পরিমাণ এখনো তালিকা করা সম্ভব হয়নি।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভোলার দৌলতখানে টানা বৃষ্টিতে শত শত হেক্টর জমির আমন ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। নুয়ে পড়া গাছগুলোর নিচেই জমে আছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি সরানো না গেলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে বলে হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের আমন ধান ও রবি ফসলের খেতে গিয়ে দেখা যায়, অসময়ের টানা বৃষ্টির কারণে রবি ফসলের খেতে বৃষ্টির পানি জমে আছে।
পৌরসভার কৃষক মো. নুর ছলেমান বলেন, ‘বৃষ্টির কারণে গাছ থেকে অনেক ধান মাটিতে পড়ে গেছে। তাই এই বৃষ্টিতে খেতের অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে। এমনিতেই আমরা কৃষিকাজ করে লোকসানে আছি। তবে, এবার আমন ধানের ছড়া দেখে লোকসানের কথা ভুলে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে ঝড়বৃষ্টির কারণে চাষাবাদের খরচের ধার-দেনা কাটিয়ে উঠতে পারব না।’
এলাকার অন্যান্য কৃষকেরা বলেন, টানা বৃষ্টিতে আমন ধান, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, বেগুন, কাঁচা মরিচ, লালশাক, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের রবি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আর্থিকভাবে অনেকে লোকসানে পড়বে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. সুমন হাওলাদার বলেন, চলতি মৌসুমে দৌলতখানে ১৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এ মৌসুমে আবাদ হয়েছে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ বছর শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ছিল ৭৫০ হেক্টর জমিতে। এবার ২৫০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তবে এই অসময়ের বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। ক্ষতির পরিমাণ এখনো তালিকা করা সম্ভব হয়নি।

বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবর।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে।
৪২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
২ ঘণ্টা আগে