Ajker Patrika

নেছারাবাদে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে বাবা-ছেলেকে মারধর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২২: ২১
মারধরে আহত এক বৃদ্ধকে আজ রোববার পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
মারধরে আহত এক বৃদ্ধকে আজ রোববার পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। তাঁদের অভিযোগ, নয়ন গাজী (৩৮) নামের এক যুবক তাঁদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই টাকা না দেওয়ায় তাঁদের বেদম মারধর করেন নয়ন।

আজ রোববার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ননী গোপাল সরকার (৬০) ও তাঁর ছেলে শম্ভু সরকার (৪৪)। তাঁদের মধ্যে গুরুতর আহত শম্ভু সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লিমা আক্তার বলেন, ‘আহত শম্ভু সরকারের অবস্থা গুরুতর। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, ‘নয়ন গাজী কয়েক দিন ধরে আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছেন। কিন্তু ভয়ে বিষয়টি এত দিন কাউকে কিছু বলিনি। তা ছাড়া আমাদের কাছে নগদ কোনো টাকা–পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করছিলেন। আজ (রোববার) সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। টাকা দিতে না পারায় তিনি বাড়িতে ঢুকে আমার ভাইকে বেদম পিটিয়েছেন। পরে রাস্তায় বাবাকে পেয়ে তাঁকেও মারধর করেন। নয়ন দীর্ঘদিন ধরে আমাদের মানসিক ও শারীরিক নির্যাতন করে যাচ্ছেন।’

ননী গোপাল সরকার বলেন, ‘আমি শেখেরহাট বাজারে ছিলাম। এ সময় আমার ছেলেকে বাড়িতে ঢুকে নয়ন মারধর করছে বলে খবর আসে। পরে বাড়িতে এলে আমাকেও সে মারধর করে। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারি না। আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমার নগদ কোনো টাকা নেই। আমি এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে নয়ন গাজী বলেন, ‘ননী গোপালের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আজ সকালে ওই জায়গায় গাছ বিক্রি করছিলেন শম্ভু সরকার। আমি বাধা দিলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাঁদের মারধর করা হয়নি। চিকন ধরনের কোনো কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দেওয়া দুই-একটি পিটুনি লাগতে পারে।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘চাঁদা না পেয়ে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত