পিরোজপুর প্রতিনিধি

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না মারা গেছেন।
আজ শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে জানান পান্নার ভাগনে ও কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু।
লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, তাঁর মামা পান্না আজ সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান। তবে কবে কখন কীভাবে তাঁরা শিলং পৌঁছালেন, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
তিনি বলেন, ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে পান্নার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ইসহাক আলী খান পান্নার শ্যালক জসিম উদ্দিন খান বলেন, তিন দিন আগে তাঁর সঙ্গে পান্নার শেষ কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে পান্নার আর কোনো যোগাযোগ হয়নি। তবে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তাঁর ভারতে প্রবেশ করার কথা ছিল।
ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মাসে মারা যান। আইরিন সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে।
১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।
সামগ্রিক বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না মারা গেছেন।
আজ শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে জানান পান্নার ভাগনে ও কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু।
লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, তাঁর মামা পান্না আজ সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান। তবে কবে কখন কীভাবে তাঁরা শিলং পৌঁছালেন, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
তিনি বলেন, ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে পান্নার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ইসহাক আলী খান পান্নার শ্যালক জসিম উদ্দিন খান বলেন, তিন দিন আগে তাঁর সঙ্গে পান্নার শেষ কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে পান্নার আর কোনো যোগাযোগ হয়নি। তবে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তাঁর ভারতে প্রবেশ করার কথা ছিল।
ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মাসে মারা যান। আইরিন সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে।
১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।
সামগ্রিক বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪২ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে