মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার দেউলী বাজার সংলগ্ন কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আদনান হোসেন শাওন (২৬) পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউলী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
আজ রোববার দুপুরে শাওনকে আদালতে পাঠানো হয়। এ মামলায় শাওনের নাম না থাকলেও তাঁকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলি থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের একটি মামলায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার দেউলী বাজার সংলগ্ন কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আদনান হোসেন শাওন (২৬) পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউলী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
আজ রোববার দুপুরে শাওনকে আদালতে পাঠানো হয়। এ মামলায় শাওনের নাম না থাকলেও তাঁকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলি থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের একটি মামলায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২৬ মিনিট আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
৩৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে