ভান্ডারিয়া (পিরোজপুর) বরিশাল

পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গতকাল শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
মৃত নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার বলেন, ‘গতকাল শনিবার ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
মৃত নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
এ বিষয়ে ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গতকাল শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
মৃত নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার বলেন, ‘গতকাল শনিবার ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
মৃত নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
এ বিষয়ে ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে