Ajker Patrika

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২১: ২৭
আওয়ামী ওলামা লীগের জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহর পোস্টার। ছবি: সংগৃহীত
আওয়ামী ওলামা লীগের জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহর পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহ এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ১০১ সদস্যের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন স্বাক্ষরিত চিঠিতে গতকাল বৃহস্পতিবার রাতে ঝালকাঠি জেলা ওলামা দলের ১০১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ওলামা লীগের জেলা কমিটির সদস্যসচিব হন কারি মো. নেয়ামত উল্লাহ। এরপর তিনি ক্ষমতার অপব্যবহার করে দাপিয়ে বেড়ান এলাকা। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ওঠে। ৫ আগস্ট সরকার পতনের পর খোলস পাল্টে বিএনপিতে ভেড়েন নেয়ামত উল্লাহ।

আওয়ামী ওলামা লীগের জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহর পোস্টার। ছবি: সংগৃহীত
আওয়ামী ওলামা লীগের জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহর পোস্টার। ছবি: সংগৃহীত

বিএনপির একটি সূত্র বলছে, টাকার বিনিময়ে ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন নেয়ামত উল্লাহ। দল পরিবর্তন করে আসার পরেই জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় স্থানীয় বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি অস্বীকার করে ঝালকাঠি জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক কারি মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান নোমানী ঝালকাঠিতে লোক না থাকায় আমাকে মৌখিকভাবে সদস্যসচিবের দায়িত্ব দিয়েছিল। তিনি প্রচারের জন্য আমার পোস্টার, ব্যানার, ফেস্টুন ঝালকাঠি জেলার বিভিন্ন গাছে ও দেয়াল টাঙিয়ে দিছিল।’

৫ আগস্টের আগে ঝালকাঠি গাবখান ব্রিজের ট্রাফিক সিগন্যালের ওপর লাগানো আওয়ামী ওলামা লীগের জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহর পোস্টার। ছবি: সংগৃহীত
৫ আগস্টের আগে ঝালকাঠি গাবখান ব্রিজের ট্রাফিক সিগন্যালের ওপর লাগানো আওয়ামী ওলামা লীগের জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহর পোস্টার। ছবি: সংগৃহীত

এ বিষয়ে ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী ওলামা লীগের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি আমাদের জানা ছিল না। আমাদের কমিটি ঘোষণার পরে আমরা জানতে পারি। তাকে নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত