
হিজলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী আহম্মেদ খান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে হিজলার বাংলাবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার আলী আহম্মেদ খানের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আলী আহম্মেদ খান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চরনরসিংহপুর গ্রামের আবদুল মজিদ খানের ছেলে। এ ঘটনায় এক অটোচালকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী অটোচালক বিল্লাল হোসেন জানান, বুধবার সন্ধ্যার পরে আলী আহম্মেদ খান গুয়াবাড়িয়া থেকে অটোরিকশা মুলাদীতে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাংলাবাজার এলাকায় লালচান মজুমদারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী আলী আহম্মেদ খান মারাত্মকভাবে আহত হন এবং অন্যরা ছিটকে রাস্তায় পড়ে যান।
পরে পথচারীরা আলী আহম্মেদ খানকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি কো হয়। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুলাদী হাসপাতালের চিকিৎসক অশোক সেন জানান, দুর্ঘটনায় আলী আহম্মেদ খানের হাঁটুর বাটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথা ও মুখমণ্ডলে প্রচণ্ড আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথার আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, পুলিশ হাসপাতালে তদন্ত করেছে। তবে ঘটনাটি হিজলা থানার আওতায় হওয়ায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, বেপরোয়া অটোরিকশা চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশা দুটিকে জব্দ এবং একজন চালককে আটক করা হয়েছে। আরেকজন চালকের খোঁজ করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে